নিউজ ডেস্ক: বেশ কিছুদিন
আগেই জানা গিয়েছিল যে বলিউডের অতি পরিচিত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা এবার পরিচালনার
জগতে নাম লেখাচ্ছেন। আর শুরুতেই চমক। বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মীনাকুমারীর বায়োপিক
তৈরি করতে চলেছেন মণীশ আর তাই নিয়েই জোর জল্পনা বলি-পাড়ায়। তবে শুটিং শুরুর আগেই বায়োপিক
নিয়ে বিপাকে পড়লেন পরিচালক। জানা গিয়েছে মীনাকুমারীর পালিত পুত্র তাজদার আমরোহি মামলা
করেছেন পরিচালক মণীশ এবং মুখ্য চরিত্রাভিনেতা কৃতি শ্যাননের নামে।
বলিউডের ট্র্যাজেডি
কুইন হিসেবেই পরিচিত ছিলেন মীনাকুমারী। আর সেই চরিত্রে অভিনয় করতে চলেছেন কৃতি শ্যানন।
এমন এক অভিযোগ দায়ের করেছেন তাজদার আমরোহি যে ছবির কাজ প্রায় বানচাল হয়ে যাওয়ার পথে।
কমল আমরোহির ছেলে তাজদার এদিন কটাক্ষ করে বলেন, ‘কারো কোনো অধিকার নেই অসভ্যের মত আমার
এলাকায় হঠাৎ করে ঢুকে পড়ার। উনি আমার মা ছিলেন। এই লোকগুলোকে বলুন তো নিজেদের মা-বাবাকে নিয়ে সিনেমা বানাতে,
তা যদিও এরা পারবে না। কারণ তাদের জন্য
ওরা কেউই নয়। সে যাই হোক, ওরা যা বানাবে তা মিথ্যের উপর ভর করেই বানাবে। আমি এখন আমার
আইনজীবীর কথামতো কাজ করব। আমি আর আমার বোন রুকসার, দুজনেই মামলা দায়ের করব।’
আরও পড়ুন: Rhea Chakraborty: স্বস্তি পেলেন রিয়া, সুশান্ত মৃত্যু সম্পর্কিত মাদক মামলায় বড় পদক্ষেপ সিবিআইয়ের
কৃতি শ্যানন
তার মায়ের ভূমিকায় অভিনয় করছেন জানতে পেরে তাজদার কৃতিকে উদ্দেশ্য করে সরাসরি বলেন
যেন তিনি মীনাকুমারীর চরিত্রে অভিনয় না করেন আর তাতেই তার মায়ের এতদিনকার সম্মান অক্ষত
থাকবে। তিনি আরও বলেন, ‘উনি একজন ভালো অভিনেত্রী, নিজের সম্মান রক্ষার কথা মাথায় রেখে
ওর এই ছবিটা না করাই উচিত’। যকৃতের অসুখে মাত্র ৩৮ বছর বয়সে মারা গিয়েছিলেন মীনাকুমারী।
সারাজীবনে প্রায় ৯০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। জানা গিয়েছে এখনও পর্যন্ত চিত্রনাট্য
তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এই ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমারের টি-সিরিজ।