Wednesday, October 04, 2023

Odisha-365
google-add

নিউজ ডেস্ক: ভারতে এক নতুন ইতিহাস তৈরি হল। নতুন সংসদ ভবনে কাজকর্ম শুরু হল। ব্রিটিশ আমলে তৈরী হওয়া সংসদের খোলস ছেড়ে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশন ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কিন্তু পুরোনো এবং নতুন সংসদ ভবন সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে যা আমাদের অনেকেরই অজানা।


জানেন কি পুরোনো সংসদ ভবন মধ্যপ্রদেশের মোরেনা জেলায় অবস্থিত চৌশঠ যোগিনি মন্দিরের আদলে নির্মিত হয়েছে। এডউইন লুটিয়েন্স এবং হারবার্ট বেকার পুরোনো সংসদ ভবনের ডিজাইন সম্পর্কিত অনুপ্রেরনা মধ্যপ্রদেশের ওই মন্দির থেকেই পেয়েছিলেন।