Wednesday, October 04, 2023

Odisha-365
google-add

নিউজ ডেস্ক: বিশ্বকর্মা পুজোর রাতে মর্মান্তিক ঘটনা। পোষ্য সারমেয়কে লাথি মারায় মালিকের পরিবারের সদস্যর হাতে প্রহৃত হয়ে মৃত্যু হল চা কারখানার এক শ্রমিকের। জলপাইগুড়ি রাহুত বাগান এলাকার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত কারখানার মালিকের ভাইপো সিদ্ধার্থ গান্ধীকে গ্রেফতার করেছে পুলিশ। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সব হয়েছেন চা কারখানার শ্রমিকরা।

জানা গিয়েছে, রাহুত বাগান এলাকায় এই চা কারখানার শুরুর থেকেই কাজ করতেন স্থানীয় বাসিন্দা সুব্রত মন্ডল। এদিন পুজোকে কেন্দ্র করে শ্রমিকদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করছিল মালিক পক্ষসেখানে উপস্থিত সুব্রত মন্ডল একটি সারমেয়কে লাথি মারে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। আরও জানা গিয়েছে সেই সময় উত্তেজিত হয়ে মালিকের ভাইপো সিদ্ধার্থ গান্ধী সুব্রত মন্ডলকে চড় মারেন। আকস্মিক আঘাতে পড়ে যান বছর পঞ্চান্নর সুব্রত মন্ডল। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তর দৃষ্টান্ত মূলক শাস্তি এবং মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপুরণের দাবি জানিয়েছেন কারখানার শ্রমিক এবং এলাকার বাসিন্দারা।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add

রাজ্য