Wednesday, October 04, 2023

Odisha-365
google-add

নিউজ ডেস্ক: আসানসোলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে গেল জিতেন্দ্র তিওয়ারির বিচারপতি জয়মাল্য বাগচী এই নির্দেশ দেন মঙ্গলবার। কম্বলকাণ্ডে পদপিষ্টের ঘটনায় শর্ত সাপেক্ষে জিতেন্দ্র তিওয়ারি হাইকোর্ট থেকে জামিনে মুক্ত পেয়েছিলেন। সেখানে শর্ত ছিল তিনি আসানসোল পুর এলাকায় ঢুকতে পাবেন না। সেই নিষেধাজ্ঞা উঠে গেল।

উল্লেখ্য ২০২২ সালের ১৪ ডিসেম্বর আসানসোলের রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠান হয়। এর অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন জিতেন্দ্র জায়া কাউন্সিলর চৈতালি তিওয়ারি। এই অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। তিনি চলে যাওয়ার পরেই কম্বল বিতরণ শুরু হয়। তাতে হুড়োহুড়ি পড়ে যায়। তাতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়।

ঝালি বাউরি নামে মৃত এক মহিলার পরিবারের সদস্যর অভিযোগের ভিত্তিতে আসানসোল উত্তর থানার পুলিশ একটি মামলা করে। তাতে ৮ জন গ্রেফতার হয়।

চলতি বছরের ১৮ মার্চ দিল্লির কাছে নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে আসানসোল উত্তর থানার পুলিশ জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করেছিল। একমাস প্রেসিডেন্সি জেলে থাকার পর হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পান তিনি

আসানসোল কম্বল কান্ডে হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। সেই জামিন দেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত ছিল, যে আদালতে আসানসোল কম্বল কান্ডে মামলা চলছে, সেখানে শুনানির দিনে হাজিরা দিতে হবে। আসানসোল পুর এলাকায় জিতেন্দ্র তিওয়ারি ঢুকতে পাবেন না। এর মাঝে পঞ্চায়েত ভোটে তিনি দুর্গাপুরে প্রচারে আসতে পারলেও আসানসোল আসতে পারেননি। প্রায় ৬ মাস ধরে তিনি শিল্প শহরের বাইরে ছিলেন। নিজের বাড়িতে ঢুকতে পারেননি। এবার আসানসোল ঢোকার সেই নিষেধাজ্ঞা উঠে গেল হাইকোর্টের নির্দেশে। ফলে স্বস্তি পেলেন তিনি। 

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add

টুকরো খবর