Sunday, October 01, 2023

Odisha-365
google-add

নিউজ ডেস্ক: ইডি সিবিআইয়ের তলব কিংবা জেল হেফাজত। এসব স্ট্যাটাস সিম্বল। বক্তা মদন মিত্র। কামারহাটির বিধায়কের মতে এগুলো স্ট্যাটাস সিম্বল। এগুলি না থাকলে বিধানসভায় বসা যায় না। গলার সোনার চেন দেখিয়ে তার উক্তি এটা যেমন ইডি সিবিআই একইরকম। স্ট্যাটাসের ব্যাপার।তার মেজাজের খ্যাতি বঙ্গজুড়ে। কখন ফেসবুক লাইভ কখন রুপোলি পর্দায়। মদন মিত্র যেন এভারগ্রিন। তাঁকে নিয়ে এবার হাওরার একটি দুর্গাপুজোয় থিম হয়েছে। এবার ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে কালারফুল বয় মদন। ওহ লাভলি খ্যাত মদন মিত্রকে বিধানসভার ভিতর বসে এক ভিডিও বার্তায় বলতে দেখা গেল ইডি সিবিআইয়ের ডাক নেতাদের জন্য স্ট্যাটাস সিম্বল। পুরোহিত হলে মন্দিরে আর নেতা হলে ইডি সিবিআই এর গেরো না হলে হয় না।

পাল্টা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “আগে নেতারা জেলে যেতেন দেশ স্বাধীন করার জন্য। এখন নেতারা জেলে যাচ্ছেন চুরির অপরাধে। রাজনীতির মান নামিয়ে এনেছে যারা তারা নিজের অপরাধের জন্য গর্বিত হচ্ছেন। এরা দুই কান কাটা”।  

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add

টুকরো খবর