Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreMamata in spain: সম্ভাবনা নয় শিল্প আনুন, মমতার বিদেশ সফরকে কটাক্ষ বিজেপির
West-Bengal | Updated: 16:29 PM, Fri Sep 15, 2023
নিউজ ডেস্ক: মাদ্রিদের রাস্তায়
হেঁটে বেড়াচ্ছেন মমতা। তার সঙ্গে হাঁটলেন আমলা, শিল্পপতি ও মুখ্যমন্ত্রীর পরিচিত সংবাদমাধ্যমের
কয়েকজন সাংবাদিক। কখনও নদীর ধারে কখন পার্কে হাঁটছেন মমতা। অ্যাকোর্ডিয়ানে বাজালেন
হাম হোঙ্গে কাময়াবের সুর। কিন্তু লগ্নি কোথায় জানতে চাইছেন বিরোধীরা।
মমতার স্পেন সফর নিয়ে সুর চড়িয়েছে
বিজেপি। কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত মজুমদার।
তিনি বলেন, “উনি হাঁটবেন উনি দেখবেন সব ঠিক আছে। কিন্তু রাজ্যে লগ্নি আসবে না। শুধু
জনগনের টাকার শ্রাদ্ধ হয়। জনগনের ট্যাক্সের টাকায় কিছু ব্যবসায়ী, নেতা আর সফরসঙ্গী
সাংবাদিকরা ছুটি ছুটি মেজাজে স্পেন ঘুরে বেড়াবেন তার পর দেশে ফিরবেন। আর শুধু বলবেন
একদিন হবে। শিল্প হবে কবে সেই জবাব তারা দেবেন না”।
প্রসঙ্গত ১২ দিনের স্পেন সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পক্ষেত্রে লগ্নি আনার আপ্রাণ চেষ্টা করছেন তিনি দাবি শাসক শিবিরের। তার সঙ্গে মাদ্রিদে গিয়েছেন বাংলার শিল্পপতিরা। বাংলায় বিদেশি লগ্নি টানাই নাকি এই সফরের উদ্দেশ্য। আর সেই লক্ষ্যে স্পেনের ফুটবল ক্লাব লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী। ক্রীড়াক্ষেত্রে লগ্নির পাশাপাশি শিল্পে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এক দশক ক্ষমতায় থাকার পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আর সম্ভাবনা নয় সফর থেকে বিনিয়োগ চাইছেন বাংলার মানুষ।