Wednesday, October 04, 2023

Odisha-365
google-add

নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেতা তথা সঙ্গীত পরিচালক বিজয় অ্যান্টনি। মঙ্গলবার ভোররাতে তাঁর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চেন্নাইয়ে তাঁদের বাসভবন থেকেই তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। পরে দ্রুত তাঁকে চেন্নাইয়ের মায়লাপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিজয় অ্যান্টনির মেয়ে মীরার বয়স হয়েছিল মাত্র ১৬ বছর। দ্বাদশ শ্রেনীতে পড়ত মীরা।

পরিবারের সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, বেশ কিছুদিন ধরেই নানান স্ট্রেসে ভুগছিলেন মীরা। চিকিৎসাও চলছিল তাঁর। মঙ্গলবার শেষ পর্যন্ত চরম পন্থা বেছে নেয় সে। মীরা আত্মঘাতী হয়েছে বলেই মনে করা হচ্ছে। চেন্নাইয়ের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত মীরা। কিছুদিন আগেই স্কুলের একটি প্রতিযোগীতায় পুরস্কারও জেতেন মীরা। মঙ্গলবারে রাতেই অভিনেতা মেয়ের ঘরে গেলে তিনি মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বাড়ির পরিচারকরা মিলে তাঁর দেহ নামিয়ে আনেন।

কিছুদিন আগেই চেন্নাইতে বিজয়ের একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। শীঘ্রই তাঁর ‘রথম’ ছবিটি মুক্তি পাওয়ার কথা। এই সাফল্যের মাঝেই অভিনেতার স্ত্রী ফাতিমা তাঁর মেয়েকে নিয়ে একটি পোস্ট করেন যা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। মেয়েকে নিজের শক্তির উৎস বলেও বলতেন অভিনেতা। প্রসঙ্গত অভিনেতা তথা সঙ্গীত শিল্পী বিজয় অ্যান্টনির দুই কন্যা, মীরা ও লারা। অকালে সন্তান চলে যাওয়ায় শোকে ভেঙে পড়েছেন অভিনেতা। বিপদের দিনে তাঁকে সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থরা।

google-add
google-add
google-add

ভিডিয়ো

সর্বশেষ সংবাদ

google-add

টুকরো খবর