নিউজ ডেস্ক: একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে রীতিমতো চর্চা চলছে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে। ভারতীয় টিম এখন ওয়েস্ট ইন্ডিজে। সেখানে যাচ্ছেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। ভারতীয় ক্রিকেট বোর্ড মুখ্য নির্বাচককে পাঠাচ্ছেন গোটা পরিস্থিতি বিচার করতে।
ভারতের মাটিতে এ বার হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। ফলে সময় আর বেশি নেই। কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে আলোচনা করেই বিশ্বকাপের নীল নকশা তৈরি করবেন মুখ্য নির্বাচক প্রধান। আলোচনার কেন্দ্রে যশপ্রীত বুমরা। তাঁর চোট নিয়ে চিন্তায় সকলেই। তারপরে টিম তৈরির দিকে এগোবে ভারত। তবে বিশ্বকাপের আগে ছুটি দেওয়া হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কে। কারণ তিনি গত এক বছর ধরে টিমের সঙ্গে বিদেশে যাচ্ছেন। এশিয়ান গেমস ও আয়ার্ল্যান্ড সফরে থাকছেন না তিনি। সেখানে কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষণ।
আরও পড়ুন: MS Dhoni: ধোনির সংগ্রহে ৫০ বাইক দেখে তাজ্জব ভেঙ্কটেশ প্রসাদ
দ্রাবিড় নিজেই ছুটি চেয়েছেন। কিন্তু তাঁর ছুটি চাওয়া নিয়ে রীতিমতো আলোচনা। প্রশ্ন উঠছে, তাহলে কী রাহুল দ্রাবিড় বিশ্বকাপে থাকবেন না জাতীয় টিমের সঙ্গে? যদিও জাতীয় ক্রিকেট আকাদেমির সঙ্গে দ্রাবিড়ের চুক্তি রয়েছে আরও কিছু দিনের। দ্রাবিড় ভারতীয় টিমের কোচ হওয়ার পর সেখানে সহকারি দায়িত্বে সামলাচ্ছেন ভিভিএস লক্ষণ। মাঝখানে বিশ্বকাপের আগে ফের রবি শাস্ত্রীর নাম ভেসে উঠেছে। সর্বভারতীয় মিডিয়াতে শাস্ত্রী পক্ষ নিয়ে বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটে অত্যন্ত সফল কোচ। ফলে তাঁকে দায়িত্বে আনা জরুরী। না হলে ঘরের মাঠে ব্যর্থতার দায় নিতে হবে গোটা দেশকে। বিরাট কোহলির সঙ্গে রাহুল দ্রাবিড়ের সম্পর্ক নিয়েও সেখানে আলোচনা হয়েছে। বিশ্বকাপের দিন যত এগিয়ে আসবে, ততই ভারতীয় ক্রিকেট নিত্যনতুন তথ্য উঠে আসতে থাকবে।