Wednesday, October 04, 2023

Odisha-365
google-add

নিউজ ডেস্ক: সীমান্তের আকাশ পথে এবার শেষ হতে চলেছে চিনের দাদাগিরি! আর ভারতীয় সীমা অতিক্রম করার স্পর্ধা করবে না প্রতিবেশী বেজিং। এবার ভারতীয় বায়ু সেনাকে ১২০টি প্রলয় মিসাইল কেনার অনুমতি দিল প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের মতে, এই মিসাইলগুলিকে মোতায়েন করা হবে চিন সীমান্তে। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই দেশীয় মিসাইল ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 

উল্লেখ্য, CDS বিপিন রাওয়াতের সময় থেকেই শুরু হয় এই মিসাইল তৈরির প্রজেক্ট। এরপর ২০২১ সালের ২১-২২ ডিসেম্বর সফল পরীক্ষাও করা হয় এর। আপাতত প্রথম পর্যায়ের জন্য ১২০ টি মিসাইল কেনার সিদ্ধান্ত নিয়েছে বায়ু সেনা। ঘণ্টায় প্রায় ২০০০ কিলোমিটার বেগে যেতে পারে এই মিসাইল। অন্যদিকে, এই অস্ত্রের বিশেষত্ব হলো- আকাশে থাকাকালীনই বদল করা সম্ভব এর লক্ষ্য এবং গতিপথকেও। সলিড প্রপেলান্ট রকেট মোটর প্রযুক্তিতে নির্মিত এই মিসাইল নিমেষে গুঁড়িয়ে দিতে সক্ষম শত্রুঘাঁটি। 

উল্লেখ্য, গলওয়ান সংঘর্ষের পর থেকেই আকাশ সীমা লঙ্ঘনের প্রবণতা বাড়িয়ে তুলেছিল জিংপিং-এর দেশ। বহুবার সতর্ক করার পর চিন যে সে সেই হুঁশিয়ারির তোয়াক্কা করেনি তা প্রমাণিত। কিন্তু ভারত যে চিনের এই আচরণ সহ্য করবে না তা পরিষ্কার করে দিতেই তড়িঘড়ি নেওয়া হয়েছে এই উদ্যোগ। ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে প্রলয় মিসাইল কেনার প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে মিসাইল কেনা নিয়ে ছাড়পত্র দিয়েছে সরকার।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

টুকরো খবর