Wednesday, October 04, 2023

Odisha-365
google-add

নিউজ ডেস্ক: বহরমপুর সুতির গোঠা আজিজুর রহমান হাইস্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগের অভিযোগে সিআইডির হাতে গ্ৰেপ্তার হলেন জঙ্গিপুরের অ্যাসিস্টেন্ট ইন্সপেক্টর সুশীল কুমার বর্মন। সোমবার  অভিযুক্তকে বহমপুর আদালতে তোলা হ

উল্লেখ্য সুতির ওই বিদ্যালয়ে ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডি গ্রেফতার করেছিল মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় প্রাক্তন  পরিদর্শক (উচ্চ বিদ্যালয়)  পূরবী বিশ্বাস দে সহ আরো এক প্রাক্তন মহিলা করণিক (ক্লার্ক) এবং একজন পুরুষ করনিককে। তাঁরা সকলেই জামিন পেয়েছেন। এছাড়া জামিন পেয়েছেন ওই বিদ্যালয়ের প্ৰধান শিক্ষক আশীষ তিওয়ারীও। যদিও তাঁর ছেলে অনিমেষ তিওয়ারী এখন বিচারাধীন বন্দী। তবে ওই মামলায় কয়েকমাস আগে জেলা শিক্ষাভবনের চারজনকে বহরমপুর সিআইডি অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের মধ্যে জঙ্গিপুরের এ আই সুশীল কুমার বর্মনও ছিলেন। সুতির গোঠা  আজিজুর রহমান হাইস্কুলে অনিমেষ তিওয়ারি শিক্ষক পদে নিয়োগ হয়েছিলেন। ২০১৯  সাল থেকে ওই ভুয়ো শিক্ষক বেতন পেয়ে যাচ্ছিলেন। কি করে সেটা সম্ভব হল সেই তদন্তে নেমে সিআইডি জানতে পারে যে ওই ভুয়ো শিক্ষক নিয়োগে তিনজনের গাফিলতি রয়েছে। ওই ভুয়ো  শিক্ষকের কিভাবে বেতন হচ্ছে সেটা ধরে ফেলা উচিত ছিল বহরমপুর শিক্ষা ভবনের ওই দুই  কর্মীসহ ডিআই এর।  সে কারণেই ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল ।  তাঁদের জামিন হলেও নতুন করে জঙ্গিপুর এআই কে গ্ৰেপ্তার করল সিআইডি।।

অন্যের নিয়োগ পত্র, সুপারিশ পত্র এবং অনুমোদন পত্র নকল করে স্কুলের শিক্ষকতার চাকরি করেছেন সুতির গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষকের পুত্র অনিমেষ তিওয়ারি বলে অভিযোগ ওঠে। ওই অভিযোগে জানুয়ারী মাসে  কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন সিআইডিকে তদন্ত করতে। সেই তদন্তভার নিয়ে গত ২১ শে জানুয়ারী   সিআইডি বহরমপুরের জেলা শিক্ষা ভবনে জিজ্ঞাসাবাদ শুরু করে, সেই তদন্ত চালিয়ে যাচ্ছে সিআইডি।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

টুকরো খবর