নিউজ ডেস্ক: বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবার পর্যন্ত দুই বাংলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানা যাচ্ছে সূত্রে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রতিদিনই হচ্ছে বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বেশি কিছুদিন ধরে হয়ে চলেছে ভারী বৃষ্টিপাত। জানা যাচ্ছে পঞ্চায়েত ভোটের দিনেও জারি থাকবে আবহাওয়ার এমন আচরণ।
আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং- কালিম্পং- জলপাইগুড়ি- কোচবিহার এবং আলিপুরে সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হওয়ার। এমনকি ১১ তারিখ থেকে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণও। অন্যদিকে, বৃষ্টিপাত কমার পূর্বাভাষ রয়েছে দুই দিনাজপুর এবং মালদায়। রয়েছে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও।
এদিকে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বরং কমতে পারে বৃষ্টিপাতের পরিমাণ। মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। তবে শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়ায়। মাঝারি বৃষ্টিপাত চলতে পারে কলকাতাতে। তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সব মিলিয়ে এখনই গরমের হাত থেকে নিষ্কৃতি নেই দক্ষিণবঙ্গবাসীর। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও গুজরাত, রাজস্থান, পঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশের মতো উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাষ।