নিউজ ডেস্ক: কলেজ-বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য এবার নয়া নিয়ম চালু করল ইউনিভার্সিটি গ্রান্টস্ কমিশন(ইউজিসি)। সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্যে বাধ্যতামূলক নয় পিএইচডি। ন্যাশনাল এলিজিবিটি টেস্ট(এনইটি), স্টেট এলিজিবিটি টেস্ট(এসইটি) এবং স্টেট লেভেল এলিজিবিটি টেস্ট(এসএলইটি) পরীক্ষায় উত্তীর্ণ হলেই উক্ত পদের জন্যে আবেদন করতে পারবেন। ট্যুইটারে একটি পোস্টের মাধ্যমে এমটাই জানিয়েছে ইউজিসি।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এম জগদেশ কুমার জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্যে ২০১৮ সালের নির্দেশিকা সংশোধন করা হয়েছে। নয়া সেই নিয়ম অনুযায়ী, ১ জুলাই থেকে সহকারী অধ্যাপকের পর আবেদনের জন্যে পিএইচডি ঐচ্ছিক। তবে নেট, সেট এবং স্লেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আরও জানিয়েছে, আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ইউজিসি-নেট পরীক্ষার ফল প্রকাশিত হবে। উল্লেখ্য, সহকারী অধ্যাপক, জুনিয়র গবেষক নির্বাচন করা হয় এই পরীক্ষার মাধ্যমে। পরীক্ষাটি পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(এনটিএ)। ডিসেম্বর এবং জুন, বছরে দু’বার এই পরীক্ষা নেওয়া হয়।