নিউজ ডেস্ক: মণিপুরে হিংসায় ছাড়খার ভারতীয় ফুটবলার চিঙ্গলসানার বাড়ি, ঘরও। ভস্মীভূত গোটা গ্রামও। ঘটনা সদ্য নয়। মাসখানেক আগের ঘটনা। তা প্রকাশ্যে আসতেই তোলপাড় ভারতীয় ফুটবল। দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর বিগত ৩ মাস ধরে হিংসার আগুনে জ্বলছে। কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আকারে হিংসা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। এই হিংসার কারণে আপাতত গোটা রাজ্যজুড়েই চলছে ভাঙচুর চলছে, পরিস্থিতি হয়ে রয়েছে যথেষ্ট অগ্নিগর্ভ। পাশাপাশি প্রতিদিন কয়েক কোটি টাকার আর্থিক লোকসানও হচ্ছে।
এই হিংসার কারণে কয়েক হাজার মানুষ নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ভারতীয় ফুটবলার চিঙ্গলসানা সিংও এই হিংসার আগুনে বিপর্যস্ত হয়ে উঠেছেন। তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা গ্রাম কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। তবে ভালো খবর এটাই যে এই ফুটবলারের পরিবার কোনওক্রমে নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছে। যখন এই ঘটনাটি ঘটেছে, সেইসময় চিঙ্গলসানা সিং হায়দরাবাদ এফসি ক্লাবের সঙ্গে কেরালার কোঝিকোড়ে ছিলেন। চিঙ্গলসানা সিংয়ের পরিবার চূড়াচাঁদপুর জেলার খুমুজামা লেকেই অঞ্চলে বসবাস করতেন।
আরও পড়ুন: Hardik Pandya: হার্দিকের টেস্ট ভবিষ্যৎ নিয়ে জল্পনা
সম্প্রতি মণিপুরের এই হিংসা নিয়ে মুখ খুলেছেন তিনি। একটি সংবাদসংস্থাকে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি খবর পেলাম যে আমার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি চূড়াচাঁদপুরে আমি যে ফুটবল টার্ফ বানিয়েছিলাম, সেটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আমার মন একেবারে ভেঙে গিয়েছে। স্থানীয় ফুটবলারদের নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম, সেটা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এই হিংসার হাত থেকে আমার পরিবার বেঁচে গিয়েছে। ওঁদের উদ্ধার কেন্দ্রে নিয়ে এসে রাখা হয়েছে।’
তবে এই হিংসার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন চিঙ্গলসানা। তিনি খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু, ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর তিনি জানতে পারেন যে গত ৩ মে তাঁর রাজ্যে যে হিংসার ঘটনা ঘটেছে, তাতেই তাঁর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। বেশ খানিকক্ষণ চেষ্টা করার পর তিনি মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ছেলের ফোন পেয়ে চিঙ্গলসানার মা কেঁদে ফেলেন। পিছন থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছিল। এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে দেখা করার জন্য় তিনি মণিপুরের উদ্দেশে রওনা দেন।
২৭ বছর বয়সি এই ফুটবলার টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন। চিঙ্গলসানা একজন ডিফেন্ডার এবং তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলেন। ২০২১ সালের ২৫ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে একটি ম্যাচে তাঁর আন্তর্জাতিক ডেবিউ হয়েছিল। আপাতত তিনি নিজের পরিবারের সঙ্গেই রয়েছেন। যাবতীয় দুর্যোগ কাটিয়ে তিনি নিজের জীবন আবারও শুরু থেকে শুরু করতে চান।