নিউজ ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের বাকি আর ৩ মাস। নিজেদের সেরা একাদশ ঝালিয়ে নিতে ব্যস্ত সব দলই। এরই মধ্যে ভারতের সঙ্গে ম্যাচ খেলা নিয়ে মন্তব্য করলেন পাক অধিনায়ক বাবর আজম। উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারত এককভাবে আয়োজন করছে বিশ্বকাপের। আর টুর্নামেন্টের সবচেয়ে চর্চিত ম্যাচ, অর্থাৎ ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে ১৫ অক্টোবর।একটি সাক্ষাৎকারে এই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয় বাবরকে।
প্রতিক্রিয়ায় বাবর জানান, খেতাব জয়ই পাকিস্তানের লক্ষ্য। তাই, ভারতের বিরুদ্ধে যতটা ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবে তাঁর দল, ততটাই পারফরম্যান্স দেওয়ার জন্য লড়াই করবেন তাঁরা বাকি দলগুলির সঙ্গেও। তাঁর কথায়,’ বিশ্বকাপে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে খেলা আর জেতাই আমাদের লক্ষ্যমাত্রা হিসেবে রাখছি না। আমাদের আসল লক্ষ্য খেতাব জয়। আর এ জন্য প্রতিটি ম্যাচেই করতে হবে ভালো পারফরম্যান্স।’ অর্থাৎ এক কথায়, ভারতকে নিয়ে আলাদা গুরুত্ব দিতে চাইছে না পাকিস্তান।
ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও বাবরকে সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে চলা মতানৈক্য নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে পরিষ্কারভাবে বাবর জানান, তাদের কাজ ক্রিকেট খেলা। PCB-এর অভ্যন্তরীণ বিষয়ে ক্রিকেটাররা নাক গলান না। বরং, আগামী ICC টুর্নামেন্ট এবং বিশ্বকাপের জন্য পাক ক্রিকেটাররা ব্যস্ত অনুশীলনে। পিসিবিতে চলা ঘাত-প্রতিঘাতগুলি যে ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব ফেলছে না তাও নিশ্চিত করে দেন পাক-অধিনায়ক।