নিউজ ডেস্ক: বালুরঘাট কলেজের মহিলা হোস্টেলের
দরজা জানালা ভেঙে রয়েছে দীর্ঘদিন ধরে। নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীরা। সম্ভ্রম
রক্ষা করতে জানালায় খবরের কাগজ বস্তা ইত্যাদি দিয়ে ঢেকে রাখতে
হচ্ছে। কলেজ কর্তৃপক্ষকে বারবার জানিয়েও হয়নি কোন সুরাহা।
দরজা জানালা ভেঙে রয়েছে দীর্ঘদিন ধরে। নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীরা। সম্ভ্রম
রক্ষা করতে জানালায় খবরের কাগজ বস্তা ইত্যাদি দিয়ে ঢেকে রাখতে
হচ্ছে। কলেজ কর্তৃপক্ষকে বারবার জানিয়েও হয়নি কোন সুরাহা।
এছাড়াও হোস্টেলের ছাত্রীদের খাবার জলের সমস্যা
রয়েছে। কিনে খেতে হয় পানীয় জল। বালুরঘাট কলেজের মহিলা আবাসের ছাত্রীরা জানায়, শীতে ঠান্ডা, বর্ষায় বৃষ্টির জল ঢোকে পাল্লাহীন
জানালা দিয়ে। এছাড়াও, নিজদের আড়াল করতে জানালা ঢেকে রাখতে
হচ্ছে। কলেজ কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে।
বিজেপির মহিলা মোর্চার বালুরঘাট শহর মন্ডল
সভাপতি ইতি রায় সরকার এদিন আবাসিক ছাত্রীদের সাথে কথা বলে জানান, “বালুরঘাট কলেজের মহিলা হোস্টেলের ছাত্রীরা বিভিন্ন অসুবিধার মধ্যে আছে।
কলেজ কর্তৃপক্ষকে এর সুরাহা করতে হবে”। বালুরঘাট কলেজের
ছাত্রী আবাসের সুপারিনটেনডেন্ট কনিকা কর্মকার জানান, “বিষয়টি
প্রিন্সিপালকে জানানো হয়েছে। দ্রুত ঠিক করা হবে বলে তিনি জানিয়েছেন”।