নিউজ ডেস্ক: রাতভর বৃষ্টিপাতের জের। শিয়ালদহ শাখায় রেল লাইনের পাশে ধস। শিয়ালদহ থেকে দমদম গামী মেইন লাইনে ব্যাহত রেল চলাচল। সপ্তাহের দ্বিতীয় দিনে চরম ভোগান্তির শিকার অফিস যাত্রীরা।
রেলের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, কাঁকুরগাছি কেবিন থেকে বিধাননগর রোড স্টেশনের মাঝের এলাকায় সকাল ৫.৪৫ মিনিট নাগাদ ধস নামে। ঘটনাটি নজরে আসা মাত্রই মেরামতির কাজ শুরু করা হয়। যার ফলে মেইন লাইনের রেল চলাচল বন্ধ করা হয়। বাতিল করা হয়েছে ৫ জোড়া ইএমইউ লোকাল ট্রেন।
এরপর অন্যলাইন দিয়ে চালানো হয় কয়েকটি ট্রেন। যদিও অনেকটা দেরিতে। যার জেরে স্বাভাবিকভাবে সকাল বেলায় প্রবল সমস্যার সম্মুখীন হয় নিত্যযাত্রীরা। অন্যদিকে, ঘটনার জেরে প্রশ্নের মুখে রেল। সূত্রের খবর, কাঁকুরগাছি কেবিনের কাজে বেশকিছু দিন ধরে চলছে নির্মাণ কাজ। সেকারণেই এই ধস বলে অভিযোগ।