নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের একাধিক দুর্নীতির মামলায় একের পর এক সোজাসাপটা মন্তব্য এবং কড়া পদক্ষেপ নিয়ে সরকারের চক্ষুশূল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রতি তৃণমূল সরকারের বিরূপ ভাব ইতিমধ্যেই সর্বজনবিদিত। প্রকাশ্যে সিপিএম-বিজেপির হয়ে বিচারের রায় পরিচালনা করছেন বলে দাবি করে থাকে তৃণমূলের নেতারা। এবার একটি মামলার শুনানিতে আরও একবার স্ট্রেট কার্ট মন্তব্য করে ফের শিরোনামে তিনি।
মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন মামলাকারীর উকিল জানান, বেআইনি নির্মাণে বাধা দেওয়ায় হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁর মক্কেলকে। এমনকি বাড়ি থেকে বেরোতে পারছেন না তিনি ভয়ে। এ প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনি নির্মাণ বন্ধ করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুলডোজার ভাড়া করার কথা বলেন। শুনানি চলাকালীন পৌরসভার উকিলকে উদ্দেশ্য করে বিচারপতি টিপ্পনী কেটে বলেন, কলকাতা পৌরসভা তো যোগী আদিত্যনাথের বুলডোজার ভাড়া করতে পারে। আসলে কলকাতার বুকে এইরকম অবৈধ নির্মাণগুলি নিয়ে পৌরসভার উদাসীনতায় বিরক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি।
যদিও অভিজিৎ বাবুর এই টিপ্পনীতে ফের বিরোধিতা দেখছে তৃণমূল। মেয়র ফিরহাদ হাকিম বলেন, বুলডোজার নীতিতে আমরা বিশ্বাস করি না। তবে বেআইনি নির্মাণ যে হচ্ছে, তা মেনে নেন ফিরহাদ। অন্যদিকে, ফের বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে কটাক্ষ করতে কসুর করেন নি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন,’ সিপিএম-এর আসার সম্ভাবনা নেই দেখে বিজেপির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাস্টিস গাঙ্গুলী। তিনি উত্তরপ্রদেশকে রোল মডেল বানাতে চাইছেন।’