নিউজ ডেস্ক: বিধানসভার অফিস থেকে বিরোধী দলকেও জানানো হবে বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের এগিয়ে নিয়ে আসার বিষয়টি। এবারের অধিবেশনে ওয়াক আউট চাই না। বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিজেপি বিরোধী দলের তকমা পাওয়ার পর থেকে আগের তুলনায় উত্তেজনা বেড়েছে বিধানসভায়। ওয়াকআউট, বিলের প্রতিলিপি ছেঁড়া সাধারন ব্যাপার হয়েছে। বিধায়কদের মধ্যে কথা কাটাকাটি এবং মারামারির ঘটনাও ঘটে। ঠিক যেন বাম আমলে তৃণমূল বিরোধী থাকাকালীন সময়ের উত্তেজনা অনুভব করতে পারেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
শাসক তৃণমূল সেই পরিস্থিতির বদল চান। তাদের দাবী বিরোধীরা অংশগ্রহণ করবেন সব আলোচনায়। “কেন বিএ কমিটি বা সর্বদলীয় বৈঠকে থাকেন না তা জানিনা ওয়াক আউট যেন না করেন এটা আমি চাই। এটা পলিটিক্যাল এজেন্ডা স্পিকার হিসাবে আমি সকলকে বলার সুযোগ দিই। এক-তৃতীয়াংশ বিধায়ক থাকা সত্ত্বেও পঞ্চাশ শতাংশ সময় বরাদ্দ থাকে” বললেন বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Suvendu Adhikari: মিথ্যে কথা বলছেন মমতা, সোচ্চারে কটাক্ষ করলেন শুভেন্দু
তিনি আরও বলেন, “অত্যন্ত দূর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রী বলতে উঠলেও ওনারা বেরিয়ে যান। লোকসভায় প্রধানমন্ত্রী বলতে থাকলে কই বিরোধীরা তো চলে যায় না। রাজ্যপাল ভীষণ সহযোগিতা করেছেন। কোনও ভুল বোঝাবুঝির সুযোগ নেই৷ রাজ্যপাল তার কাজ করবেন, আমরা তাই করব৷ রুল অনুযায়ী যা কাজ করার তাই করেছি। কোনও সংঘাতের জায়গা নেই”।
বিধানসভা সূত্রের খবর বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৪ জুলাই। খুব দ্রুত করা হচ্ছে এই অধিবেশন। বিধানসভার যারা আধিকারিক আছেন তারা রবিবার অফিস খোলা রাখবেন। সোমবার দুপুর ১২’টায় বর্ষাকালীন অধিবেশন হবে। সকাল ১১’টায় সর্বদলীয় বৈঠক হবে। বিলের ব্যাপারে আইনমন্ত্রীর সাথে কথা বলবে শাসকপক্ষ। কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা যাওয়ায় রাজ্যপাল সেখানে গিয়েছিলেন। তাই অধিবেশনের সমন দিতে তাকে দেরি হয়। রবিবার থেকে বিধায়করা প্রশ্ন দেবেন। অনেক দিন বিধানসভা চলার প্রস্তাব রয়েছে। বাদল অধিবেশনে সিদ্ধান্ত নেবেন স্পিকার। সরকার ও বিরোধী পক্ষ সকলেই হাজির থাকবেন অধিবেশনে।