নিউজ ডেস্ক: রাত ৮ টার পর পুলিশ রাস্তায় থাকে না। পুলিশ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাছ, মাংস ও সবজির দাম বৃদ্ধির পেছনে পুলিশের তথাকথিত মান্থলি ব্যবস্থাকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার বেহালার বড়িশা হাইস্কুলের সামনে পথ দুর্ঘটনায় এক দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে গাফিলতি ও তোলাবাজির অভিযোগ আনেন বিক্ষোভকারীরা। এলাকায় পুলিশ ও ক্ষুব্ধ জনতার খন্ডযুদ্ধে ধুন্ধুমার বেধে যায় ওই এলাকায়। পুলিশের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, “রায়না থেকে কলকাতা পর্যন্ত তিন জায়গায় হপ্তা দিতে হয় পুলিশকে। এর জেরেই অল্প দামের মাছ কলাতায় চড়া দামে বিকোচ্ছে”।
রাতের শহরে সবজির গাড়ি আটকে পুলিশের হাত পাতার ঘটনা প্রত্যক্ষে করেছে প্রায় সব শহরবাসী। এঘটনা নতুন নয়। শাসকের এই দৃশ্য আটকাতে কোন পদক্ষেপ বিশেষ চোখে পড়ে না। পথে সুরক্ষার নামে দেখা যায় শুধু মুখ্যমন্ত্রীর “সেফ ড্রাইভ সেভ লাইফ” লেখা পোস্টার। পোস্টার লাগিয়ে কি আদৌ কোন সুরক্ষা হয় জানতে চায় শহরবাসী।