নিউজ ডেস্ক: নদীয়া জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা চোরাচালানের অভিযোগে এক ভারতীয়কে আটক করেছে সীমান্তের নিরাপত্তা বাহিনী (বিএসএফ) । বৃহস্পতিবার ধৃত ব্যক্তির কাছ থেকে আনুমানিক ৯০ লক্ষ টাকা মূল্যের পাঁচটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিএসএফের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নদীয়া জেলার কৃষ্ণনগর এলাকায় বাসে করে যাতায়াতকারী এক ব্যক্তিকে আটক করে। অভিযুক্তকে তল্লাশি করে দেখা যায়, তার কোমরে বাঁধা অর্থোপেডিক বেল্টে সোনার বিস্কুটগুলি লুকিয়ে রেখেছিল। এই সোনার বিস্কুটগুলির মোট ওজন ১.২ কেজি।
অভিযুক্তকে আটক করার পর বিএসএফ তাকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই সোনা চোরাচালানের সঙ্গে কোনও আন্তর্জাতিক চক্রের যোগসূত্র থাকতে পারে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টির তদন্ত চলছে।