নিউজ ডেস্ক: আরও শক্তি বাড়ছে ভারতের, সোমবার (৯ ডিসেম্বর) ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে সমুদ্রের নতুন প্রহরী আইএনএস তুশীল। রাশিয়ার কালিনিনগ্রাদে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে আইএনএস তুশীল। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের পৌরহিত্য করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও ভারত ও রাশিয়ার শীর্ষ প্রতিরক্ষা আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অন্তর্ভুক্তির পর আইএনএস তুশীল ওয়েস্টার্ন নেভাল কমান্ডের অধীনে ভারতীয় নৌবাহিনীর ওয়েস্টার্ন ফ্লিটের ‘সোর্ড আর্ম’-এ যোগ দেবে এবং বিশ্বের সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত ফ্রিগেটগুলির মধ্যে স্থান পাবে। এই রণতরী শুধুমাত্র ভারতীয় নৌবাহিনীর ক্রমবর্ধমান ক্ষমতার প্রতীক নয়, ভারত-রাশিয়া অংশীদারিত্বের স্থিতিস্থাপক সহযোগিতামূলক শক্তিও প্রদান করবে।