নিউজ ডেস্ক: ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিধায়ক কালিদাস কোলাম্বকর শুক্রবার মহারাষ্ট্র বিধানসভার প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিয়েছেন। রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান তাঁকে বিধানসভার প্রোটেম স্পিকার হিসাবে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যান নীল গোরহে।
শনিবার থেকে শুরু হতে চলা বিধানসভার তিন দিনের বিশেষ অধিবেশনে তিনি অন্যান্য নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। উল্লেখ্য, ওয়াদালা বিধানসভা কেন্দ্র থেকে টানা ৯ বার নির্বাচিত হয়েছেন বিধায়ক কালিদাস কোলাম্বকর। বিজেপির টিকিটে মুম্বইয়ের ওয়াদালা আসন থেকে নির্বাচনে জিতেছেন তিনি।