Monday, November 11, 2024

Logo
Loading...
google-add

Asansol Breaking: প্রকাশ্য দিবালোকে শুট আউট আসানসোলে

Sweta Chakrabory | 14:34 PM, Mon Apr 15, 2024

নিউজ ডেস্ক: আসানসোলের কুলটি থানার চিনাকুড়িতে শুট আউট।প্রকাশ্য দিবালোকে অফিসে ঢুকে একজনকে গুলি করে খুন করল দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

মৃতের নাম উমা শঙ্কর চৌহান।অফিসের কর্মীরা বলেন এক দুষ্কৃতী এসে উমা শঙ্কর চৌহান কে পরপর কয়েক রাউন্ড গুলি করে খুন করে বলে অভিযোগ। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

সোমবার বেলা পৌনে বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। প্রকাশ্য দিবালোকে চিনাকুড়ি এলাকায় একটি বেসরকারি মাইক্রো ফিনান্স সংস্থা অফিসে ঢোকে এক দূষ্কৃতি। তার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিলো। এরপর সে অফিসের মধ্যে ঢুকে অফিসে বসে থাকা উমা শংকর চৌহানকে গুলি করে খুন করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ। এরপর গুলিবিদ্ধ উমা শঙ্কর চৌহান ( ৩৫) কে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঐ অফিসের কর্মীরা বলেন, এক দুষ্কৃতি এসে উমা শঙ্কর চৌহানকে লক্ষ্য করে পরপর ৪-৫ রাউন্ড গুলি করে। সেই গুলিতে জখম হয়ে অফিসের মধ্যে লুটিয়ে পড়ে উমাশংকর। পরে তার মৃত্যু হয়। আরো জানা গেছে, এই ঘটনার কয়েক মিনিট আগে এক যুবক অফিসে এসে একজনের খোঁজ করছিলো। কিন্তু ঐ নামে অফিসে কেউ থাকেনা বলা হলে, ঐ যুবক চলে যায়। তারপরেই মুখ বাঁধা ঐ যুবক আসে। ঠিক ভোটের মুখে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।


google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add