Wednesday, October 04, 2023

Odisha-365
google-add

নিউজ ডেস্ক: আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় দুর্নীতি মামলায় আদালতের দ্বারস্থ হল সিবিআই। অন্যদিকে এই মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। সিবিআইকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আপনারা আপনাদের মত তদন্ত করুন।

প্রসঙ্গত আলিপুরদুয়ারে ওই সমবায় সমিতিতে অর্থনৈতিক গরমিলের অভিযোগ করেন গ্রাহকরা। বেশ কয়েকজন টাকা ফেরত পাননি। অভিযোগকারীরা আদালতের দ্বারস্থ হলে মহিলা ঋণদান সমবায় দুর্নীতি মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ওই মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই। মাস খানেক আগেই এই কেসের তদন্ত ভার সিবিআইয়ের হাতে দেন বিচারপতি।  এর পরেই এই ঘটনার তদন্তভার হাতে নেওয়ার তোড়জোড় শুরু করে সিবিআই। কিন্তু প্রভাবশালীদের ভুমিকার প্রাথমিক ইঙ্গিত পেয়ে পাছে হয়রানির ভয় গ্রাস করে সিবিআই আধিকারিকদের।  

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মহিলা ঋণদান সমিতির একাধিক উপভোক্তা মামলা দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ, সমবায় সমিতিতে প্রায় ২১ হাজার ১৬৩ জন টাকা বিনিয়োগ করেছিলেন। এক মামলাকারীর দাবি ছিল, সব মিলিয়ে মোট ৫০ কোটি টাকা রাখা হয়েছে। পরে সমিতির সদস্যরা জানতে পারেন এই সমিতি 'বিলুপ্ত' গিয়ে গিয়েছে। অথচ, উপভোক্তা ও গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করে সেই টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তারা প্রতাড়িত হন বলে অভিযোগ করেন।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News