Wednesday, October 04, 2023

Odisha-365
google-add

নিউজ ডেস্ক: রবিবার কলম্বোতে রেকর্ড জয়ের পরে অক্ষর প্যাটেল এবং শ্রেয়স আইয়ারের চোট নিয়ে বড় আপডেট দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও এর আগে সতর্ক করে বলেছিলেন যে, বিশ্বকাপের এত কাছে পৌঁছে প্লেয়ারদের চোট তাদের চাপ বাড়াতে পারে। ব্যাটিং কিংবদন্তি গৌতম গম্ভীর সম্প্রতি শ্রেয়স আইয়ারের চোট নিয়ে বড় দাবি করেছেন।

ভারতের তারকা প্লেয়ার এই বছরের মার্চ থেকে চোটের জন্য দলের বাইরে ছিলেন। তিনি পিঠের নীচে ব্যথা নিয়ে বেশ ভুগেছেন। তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়েছে। যে কারণে ২০২৩ আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। ডব্লিউটিসি ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সফরও মিস করেছেন। আইয়ার তাঁর অস্ত্রোপচারের পরে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাবে ছিলেন। এবং পরে এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে জায়গা পেতে তাঁকে ফিটনেসের প্রমাণ দিতে হয়।

এশিয়া কাপে মাত্র একটি ম্যাচেই খেলেছেন শ্রেয়স। নেপালের বিরুদ্ধে তাঁকে ব্যাট করতে নামতে হয়নি। কিন্তু তার পরেই ফের পিঠের খিঁচুনি অনুভর করেন শ্রেয়স। সুপার ফোর থেকেই পুরো টুর্নামেন্ট তাঁকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালেও শ্রেয়সকে একাদশে রাখা হয়নি। গৌতম গম্ভীর রবিবার ম্যাচের শুরুতে স্টার স্পোর্টসের সঙ্গে আলোচনার সময়ে বলছিলেন যে, এশিয়া কাপে পারফর্ম না করতে না পারার কারণে এবং অনিশ্চিয়তার ডামাডোলে ঝুলে থাকা ব্যাটারকে বিশ্বকাপের দলে না রেখে, তাঁর পরিবর্ত খোঁজা উচিত ভারতের।

গম্ভীরের দাবি, ‘এটি একটি উদ্বেগের বিষয়। এত দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকার পরেও, এশিয়া কাপের দলে ফিরেছিল শ্রেয়স। একটি ম্যাচ খেলেই ফের আনফিট হয়ে পড়ে ও। আমি মনে করি না, এর পরে টিম ম্যানেজমেন্ট ওকে এত বড় টুর্নামেন্টের জন্য নেবে। আগামী দিনে দেখা যাবে যে, শ্রেয়স আইয়ার বিশ্বকাপ স্কোয়াডের অংশ থাকছে না। এবং কেউ ওর স্থলাভিষিক্ত হয়েছে। সব সময়েই ফিট খেলোয়াড়দের নিয়েই বিশ্বকাপে যাওয়া উচিত।’

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News