Wednesday, October 04, 2023

Odisha-365
google-add

নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লকের বলিহারপুরে সোমবার সকাল থেকে শুরু হল ধর্মরাজের মেলা, চারদিন ধরে চলবে এই মেলা। মেলাটি ৩০০ বছরের বেশি প্রাচীন।

দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন, এই মেলাকে পশ্চিম মেদিনীপুরের বৃহত্তম কৃষি মেলাও বলা যেতে পারে। প্রত্যেক বছরের মত এই বছরও ওই মেলার প্রথম দিন সোমবার লক্ষাধিক মানুষের সমাগম হয়। চারদিনের হিসেবে ধরলে কয়েক লক্ষ মানুষের সমাগম ছড়িয়ে যাবে। দাসপুর গঞ্জ থেকে সাগরপুর দাসপুর সড়কের দুদিকে মেলাটি বসে। মেলাটিতে মূলত কৃষিকাজ ও মাছ ধরার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি বেশি বিক্রি হয়। সেই সঙ্গে প্রচুর চারা গাছ বিক্রির দোকান বসে। খাবারের দোকান, স্টেশনারী দোকানের স্টল থাকে। বহু দূর থেকে আসা ক্রেতা বিক্রেতারা ওই মেলায় আসেন। খাতায় কলমে ধর্মরাজের মেলা হলেও মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতারা এই মেলাটিকে গেঁড়ি-বুড়ির মেলা হিসেবেই জানেন।


এই মেলার ইতিহাস রয়েছে। মেলাটির পরিচালনা করেন ওই গ্রামের পন্ডিত পরিবারের ৩ সদস্য জয়দেব পন্ডিত, বাসুদেব পন্ডিত এবং পূর্ণচন্দ্র পণ্ডিত। ওই পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায় যে বেশ  কয়েক পুরুষ আগে ওই পরিবারের কোনো সদস্য স্বপ্না দেশ পান, স্বপ্নে এক দেবী জানান তিনি পাশের গ্রাম শিমুলিয়ার মজুমদার দিঘির জলের মধ্যে রয়েছেন। স্বপ্নাদেশ পাওয়ার পরেই শিমুলিয়ার দিঘি থেকে তুলে আনা হয় আঠারোটি  ঠাকুরের মূর্তি। তার মধ্যে দেবী দুর্গার মূর্তিটি কালো। কালো গুগলি দিয়ে দূর্গা ঠাকুরের মূর্তি টি রয়েছে, তাই সেই থেকে গেঁড়ি বুড়ির নামটি রয়েছে। ওই মন্দিরে ধর্মরাজ, বিশালাক্ষী, কালী , শীতলা, মনসা, পঞ্চানন্দ, মঙ্গলচন্ডী সহ অন্যান্য দেবদেবী রয়েছে, তাদের নিয়মিত পূজা হয়। গেড়ি বুড়িকে পুকুর থেকে উদ্ধার করার পর পুজোর সূচনা হয়েছিল। সেই সময় কিন্তু ওখানে কোন মেলা হত না। এলাকার মানুষের দাবি ধর্মরাজের কাছে মানত করলে কথা না বলা বাচ্চামুখে বোল ফোটে। চামড়ার নানা রোগ সেরে যায় বলে ওই পরিবারের সদস্যরা বলেন। ধর্মরাজের কাছে মানত করলে বাসনা পূর্ণ হয়। এভাবেই মানত পূরণ  হওয়ার ফলে দৈব মাহাত্ম্য  ছড়িয়ে পড়ে।  বিভিন্ন সমস্যার মধ্যে থাকা মানুষ দূর দূরান্ত থেকে আসতে শুরু করেন। তারপর পুজোতে আসা মানুষদের জন সমাগম হয়। গেড়িবুড়িকে পুকুর থেকে তুলে আনার প্রায় ৫০-৬০ বছর পর থেকে মেলার সূচনা হয়।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News