Sunday, September 08, 2024

Logo
Loading...

সেরা বিনোদন

upload
upload

বলিউড

Deepika-Ranveer: গনেশ চতুর্থীর আগেই সিদ্ধি বিনায়ক মন্দিরে হবু মা দীপিকা সঙ্গে রণবীর, মঙ্গল কামনায় দিলেন পুজো


নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই দুই থেকে ৩ হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং (Deepika-Ranveer)। তাই গণেশ চতুর্থীর আগের দিনই হবু মা-বাবার দেখা মিলল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। জানা গিয়েছে তাদের অনাগত সন্তানের জন্য আশীর্বাদ পেতে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপবীর। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হল দীপিকার সঙ্গে রণবীরের সেই ছবি ও ভিডিও।
পাপারাৎজিদের ক্যামেরায় যখন তাঁরা ধরা পড়েন, তখন দুজনে (Deepika-Ranveer) মন্দিরের দিকেই এগোচ্ছিলেন। তাই খালি পায়ে দেখা গেল তারকা জুটিকে। খুব সাবধানে ধীরে পা ফেলছিলেন দীপিকা। বর্তমানে প্রেগন্যান্সির শেষ ত্রৈমাসিকে রয়েছেন অভিনেত্রী। তাই বেড়েছে সাবধনতা। এমনকী, রণবীরও ডন ৩-র কাজ ফেলে রেখে মুম্বইতে চলে এসেছেন। যাতে শেষ মাসটা বউকে আগলে রাখতে পারেন।
এদিন সবুজ রঙের শাড়িতে দেখা গেল দীপিকাকে। বেবি বাম্প স্পষ্ট ফুটে উঠেছে শাড়ির নীচ থেকেও। পাশে ক্রিম কালারের পাঞ্জাবিতে দেখা গেল রণবীরকে। চুলে ঝুঁটি বাঁধা, চোখে কালো সানগ্লাস। দীপিকা চুল খোঁপা করে রেখেছিলেন। সাজ ছিল একদম মিনিমাল।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল (Deepika-Ranveer)। বিয়ের এতদিন বাদে মা হতে চলেছেন দীপিকা। ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান অভিনেত্রী। প্রথমটায় গুঞ্জন শোনা গিয়েছিল, ভারতে নয়, দীপিকা ও রণবীরের প্রথম সন্তান নাকি ভূমিষ্ঠ হবে বিদেশের মাটিতে। তবে এই খবর যে একেবারেই রটনা, তা কিন্তু হাবেভাবে বুঝিয়ে দিয়েছিলেন তারকা দম্পতি। তবে সাম্প্রতিক রটনা, ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে মা হবেন দীপিকা পাড়ুকোন।

Sweta Chakrabory | 16:03 PM, Sat Sep 07, 2024

Emergency: 'ইমার্জেন্সি' মুক্তি নিয়ে বিতর্কের মাঝেই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ছবির প্রযোজকেরা


নিউজ ডেস্ক: আবারও পিছিয়ে গেল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নতুন ছবি 'ইমার্জেন্সি'-র (Emergency) মুক্তির তারিখ। 'ইমার্জেন্সি' মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ৬ তারিখে। তবে শোনা যাচ্ছে, এই ছবি নির্দিষ্ট দিনে মুক্তি পাবে না। মনে করা হচ্ছে, বর্তমান পরিস্থিতি ও বিতর্কের কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হয়েছে এই ছবির মুক্তি। এই ছবিকে ঘিরে শিখ সম্প্রদায়ের মধ্যে চূড়ান্ত বিতর্ক ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই ছবির ট্রেলার দেখেই অশান্ত হয়েছিল পঞ্জাব। আর এই ছবিটি এখনও সেন্সর বোর্ডের কাছ থেকে সবুজ সংকেতও পায়নি। মনে করা হচ্ছে, এই ছবিতে আরও একাধিক দৃশ্য বাদ দেওয়ার নিদান দিতে পারে সেন্ট্রাল বোর্ড।

কঙ্গনা রনৌতের ছবি 'ইমার্জেন্সি' (Emergency) আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে কি না এবং সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার, ৪ সেপ্টেম্বর। বোম্বে হাইকোর্টে শুনানির সময় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। 'ইমার্জেন্সি' সহ-প্রযোজক সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস ছবিটি মুক্তি এবং সেন্সর সার্টিফিকেটের দাবিতে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দাখিল করা আবেদনে সংস্থাটি দাবি করেছে যে সেন্সর বোর্ড নির্বিচারে ও বেআইনিভাবে ছবিটির সেন্সর সার্টিফিকেট আটকে রেখেছে।

ছবিটি নিয়ে পাঞ্জাবে বিক্ষোভ চলছে এবং শিখ সংগঠনগুলি এটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। বিতর্কের কারণে ছবিটির মুক্তিও স্থগিত করা হয়েছে। এই সিনেমটি (Emergency) প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের উপর ভিত্তি করে তৈরি। আর ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। এমনকী ছবির পরিচালকও তিনি। তবে শিরোমণি আকালি দল-সহ শিখ সংগঠনগুলি সিনেমাটির নির্মাতাদের বিরুদ্ধে শিখদের অনুভূতিতে আঘাত করার এবং তাদের একটি ভুল ভাবে দেখানোর অভিযোগ উঠেছে।

যদিও এ প্রসঙ্গে আগেই কঙ্গনা রানাউত জানিয়েছিলেন, তিনি ছবিটিকে (Emergency) বাঁচানোর জন্য আদালতের দ্বারস্থ হতেও রাজি। তিনি বলেছিলেন যে ইন্দিরা গান্ধীর জীবনকে পর্দায় তুলে ধরতে গিয়ে যদি পাঞ্জাব রায়টই না দেখাতে পারি তাহলে তো ওঁর জীবনটাই অধরা থেকে যাবে।

Sweta Chakrabory | 17:43 PM, Wed Sep 04, 2024

Kangana Ranaut: 'ইমার্জেন্সি' মুক্তির আগেই আক্রমণের মুখে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত


নিউজ ডেস্ক: 'এমার্জেন্সি' মুক্তির আগেই আক্রমণের মুখে পড়লেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। জানা গিয়েছে, ছবির কারণে প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পাওয়ার পরই পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কঙ্গনা। একদল লোক তাঁকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। এই মর্মে পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কঙ্গনা। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

'এমার্জেন্সি' ছবিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে,''আপনি যদি এই ছবি রিলিজ করেন, তবে সর্দারদের আপনাকে চড় মারতে হবে। আমি একজন অত্যন্ত গর্বিত ভারতীয়। আমি যদি আপনাকে আমার দেশে এবং আমার মহারাষ্ট্রের কোথাও দেখি, আমি কেবল একজন শিখ এবং একজন গর্বিত মারাঠি হিসাবে এই কথা বলছি না। তবে আমার সমস্ত হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম ভাইরাও আপনাকে জুতো দিয়ে স্বাগত জানাবে।" অন্যদিকে অপর একজন বলেন, ''যদি সিনেমায় তাঁকে (খলিস্তানি জঙ্গি জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে) জঙ্গি হিসাবে দেখানো হয়, তাহলে মনে রাখবেন সেই মানুষটার (ইন্দিরা গান্ধী) কী হয়েছিল যাঁর সিনেমা আপনি করছেন।'' তিনি আরও বলেন, ''ইতিহাস বদলানো যায় না। যদি তারা শিখদের ছবিতে সন্ত্রাসী হিসাবে চিত্রিত করে, তবে মনে রাখবেন যে যার ছবিতে এটি করছে তার সাথে কী দৃশ্য ঘটবে। মনে রাখবেন সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন। যারা আমাদের দিকে আঙুল তুলবে, আমরা শুধু তাদের দিকে আঙুলই নয়… তাদের মাথাও কেটে ফেলতে পারি।''

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি সামনে আসার পরই অনেকেই কঙ্গনার (Kangana Ranaut) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিও শেয়ার করে এবং মহারাষ্ট্রের ডিজিপি ও হিমাচলপ্রদেশ ও পাঞ্জাব পুলিশের উদ্দেশে আবেদন জানিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা লিখেছেন, "দয়া করে বিষয়টি দেখুন।"

Sweta Chakrabory | 17:41 PM, Tue Aug 27, 2024

Rani Mukerji Mardaani 3: সমাজে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মর্দানি ৩ নিয়ে পর্দায় ফিরছেন রানি


নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের পর মেয়েদের নিরাপত্তা সুরক্ষিত করতে উত্তাল গোটা দেশ৷ তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে সাধারণ মানুষ৷ আর এই পরিস্থিতির মাঝেই এবার রাফ অ্যান্ড টাফ ক্রাইম ব্রাঞ্চ অফিসারের ভূমিকায় ফের পর্দায় ফিরছেন রানি মুখোপাধ্যায়। 'মর্দানি' ওয়েব সিরিজের তৃতীয় সিজন (Rani Mukerji Mardaani 3) আসতে চলেছে। সম্প্রতি ছবি মুক্তির দশ বছর পূর্তি উপলক্ষে যশ রাজ ফিল্মস আনুষ্ঠানিকভাবে এই সুখবরটি ঘোষণা করেছে।

২০১৪ সালে মুক্তি পায় 'মর্দানি'৷ সেই ছবির সিক্যুয়েল আসে ২০১৯ সালে৷ দু'টি ছবিতেই মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অনবদ্য ছিলেন রানি মুখোপাধ্যায়৷ এই দুই সিজনের পর এবার ফের আরও একবার সমাজে বেড়ে চলা অপরাধ ও দুর্নীতি দমনে পুলিশের পোশাক গায়ে চড়াচ্ছেন 'মর্দানি' (Rani Mukerji Mardaani 3) অভিনেত্রী৷ এক নির্ভীক এবং দৃঢ়প্রতিজ্ঞ পুলিশ চরিত্র শিবানি শিবাজি রায়ের চরিত্রে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে৷ আসলে এই চরিত্রে ন্যায়বিচারের প্রতি তাঁর অসীম উৎসর্গ এবং বিপদের মুখে তাঁর সাহসিকতা তাঁকে একটি আইকনিক চরিত্রে পরিণত করেছে।

এ প্রসঙ্গে যশ রাজ ফিল্মস (YRF) ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে পোস্টে লেখেন, "মর্দানি ১০ বছর সম্পন্ন করেছে৷ এবার অপেক্ষা করছে পরবর্তী অধ্যায়৷ উদযাপন করা হচ্ছে সাহসী পুলিশ অফিসার শিবানী শিবাজী রয়ের সাহসিকতাকে৷"

এ প্রসঙ্গে রানি বলেছেন, ''আমি খুব খুশি এবং উত্তেজিত। মর্দানি ৩-এর চিত্রনাট্যটি আরও আকর্ষণীয়। একজন অভিনেতা হিসেবে, আমি তখনই চলচ্চিত্রে অভিনয় করায় বিশ্বাস করি, যখন গল্প সত্যিই খুব অর্থপূর্ণ হয়। মানুষের মন ছুঁয়ে যায়।'' জানা গিয়েছে, ২০২৫ সালে ছবির (Rani Mukerji Mardaani 3) প্রডোকাশনের কাজ শুরু হবে ৷ সূত্রের খবর, যশ রাজ ফিল্মসের তরফে ইতিমধ্যেই চিত্রনাট্য তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে৷

Sweta Chakrabory | 14:06 PM, Fri Aug 23, 2024

RJ Kar Incident: আরজি কর কাণ্ডের পর এবার নারী সুরক্ষায় নজর দেওয়ার আর্জি বলিউড সেলেবদের


নিউজ ডেস্ক: আর জি কর (RG Kar Incident) হাসপাতালে কর্তব্যরত তরুণী ডক্তার খুন-ধর্ষণের ঘটনায় আমজনতা থেকে সেলেব সকলের কপালেই ভাঁজ মেয়েদের নিরাপত্তা নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকারি হাসপাতালে যদি একটা মহিলা চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পথেঘাটে নিত্যদিন চলা মেয়েরা কতটা নিরাপদ? আরজি কর কাণ্ডে আগেই সরব হয়েছিলেন একাধিক টলিউড সেলেব্রিটি। আর এবার স্বাধীনতা দিবসে নারী সুরক্ষায় নজর দেওয়ার আর্জি জানালেন বলিউড সেলেবরা (Bollywood celebrity)।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় মুখ খুলছেন বলিউডের একাধিক তারকা (Bollywood celebrity)। হৃতিক রোশন, কৃতি স্যানন, সামান্থা সহ বহু তারকা এই নৃশংস খুনের বিচার চেয়েছে। কখনও আয়ুষ্মান খুরানার কবিতা, কখনও করিনা-আলিয়ার পোস্ট। ৭৮তম স্বাধীনতা দিবসেও প্রশ্নের মুখে নারী সুরক্ষা। বলিউড অভিনেতা (Bollywood celebrity) হৃত্বিক রোশন রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন এই ঘটনায়। সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘হ্যাঁ আমাদের এমন একটা সমাজ তৈরি করতে হবে যেখানে আমরা প্রত্যেকে সুরক্ষিত অনুভব করি। কিন্তু তা হতে দশক পার হয়ে যাবে। কিন্তু ততদিন? এই মুহূর্তে সঠিক বিচারই একমাত্র এই ধরনের সাংঘাতিক ঘটনায় ইতি টানতে পারে।’ অন্যদিকে এই ঘটনায় (RG Kar Incident) কৃতি শ্যানন স্বাধীনতা দিবসের দিন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে আমার অনুরাগীদের শুভেচ্ছা জানাতে ভালো লাগছে না। মন ভালো নেই।’

এছাড়া দক্ষিণী অভিনেতা সামান্থাও মহিলাদের নিরাপত্তা নিয়ে পোস্ট করেছেন। সারা আলি খানও ঘটনার বিচার চেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। মহিলাদের সুরক্ষা নিয়ে একগুচ্ছ কথা প্রতিবাদের সুরে কবিতায় বললেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। একইসঙ্গে এই ঘটনায় (RG Kar Incident) সরব হয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দ, ট্যুইঙ্কল খান্না, করিনা কপূর, আলিয়া ভাট, দিয়া মির্জা, প্রীতি জিন্টা সহ আরও অনেকে। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগের রাতে আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে বুধবার ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্যজুড়ে জমায়েতের ডাক দিয়েছিলেন মহিলারা। মেয়েদের এই রাত দখল অভিযানে সামিল হওয়া প্রত্যেকটি মানুষের দাবি একটাই ‘জাস্টিস ফর আর জি কর।’

Sweta Chakrabory | 11:32 AM, Fri Aug 16, 2024

Sanatan Dharma: প্রধানমন্ত্রীর ব্যবহারে মহানুভবতার ছাপ, সনাতন ধর্ম থেকে রাজনীতি অকপট রণবীর

নিউজ ডেস্ক: সনাতন ধর্মের প্রতি তাঁর অগাধ আস্থা। প্রতি দিন ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়েই ঘুমোতে যান অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। সম্প্রতি এক পটকাস্টে উদ্যোক্তা নিখিল কামাথের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেতা। ধর্ম (Sanatan Dharma) থেকে রাজনীতি, কেরিয়্যার সবকিছু নিয়েই নিজের মত ব্যক্ত করেছেন রণবীর। অভিনেতা জানান, রাজনীতি নিয়ে খুব বেশি চিন্তা না করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যবহার তাঁকে প্রতি মুহূর্তে আকর্ষণ করে।

আগামীতে ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। বাস্তবেও সনাতন ধর্মের (Sanatan Dharma) প্রতি গভীর আস্থা ঋষি কাপুর পুত্রের।  রণবীর (Ranbir Kapoor) বলেন, “আমার বাবা খুবই ধার্মিক ছিলেন। মা বরং বাবার মতো ততটা ধার্মিক ছিলেন না। কিন্তু বাবা ধর্মচর্চা করতে ভালবাসতেন বলে, মা-ও সঙ্গ দিতেন। আমরা তখন ছোট। দেখতাম বাবা-মাকে। বাচ্চারা তো বাবা-মাকেই অনুকরণ করার চেষ্টা করে। তাই ঈশ্বর-ভাবনা আমার ভাল লাগে। আমি বহু আগেই বুঝতে পেরেছিলাম, আমার প্রার্থনার জোর আছে। ঈশ্বরের কাছে কিছু চাইলে, তা খুব সহজেই পেয়ে যেতাম। তাই খুব ছোট বয়সেই, আমি ঈশ্বরের কাছে কিছু চাওয়া বন্ধ করে দিই। হয়তো কোনও এক বর্ষার দিনের জন্য সেই প্রার্থনার সুযোগ বাঁচিয়ে রাখতাম। আমি আসলে নিজের সঙ্গেই কথা বলতাম। তবে, মনে আছে, সেই সময় থেকেই ঘুমোতে যাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাতাম। এখন আমি যে জায়গায় আছি, তা নিয়ে আমি সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।”

রণবীর কাপুর (Ranbir Kapoor) এখনও নিশ্চিত করেননি যে তিনি 'রামায়ণ'-এ রয়েছেন কিনা, তবে সীতা রূপী সাই পল্লবীর পাশে ভগবান রামের বেশে রণবীরের ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতেশ তিওয়ারি। ইতিমধ্যেই ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। রণবীর বেশ কিছুদিন ধরে এই চরিত্রের জন্য কঠোর প্রশিক্ষণও নিয়েছেন। সনাতন ধর্মের উপর বিশ্বাস নিয়ে রণবীর বলেন, “আমি সনাতন ধর্মের উপর বিশ্বাস করতে শুরু করেছি। বেশ কয়েক বছর ধরে এই ধর্ম নিয়ে অনেক পড়াশোনা করেছি। সনাতন ধর্মের প্রভাব কী, তা জানতে আমি গভীরে গিয়ে বিষয়টা দেখেছি।”

ওই সাক্ষাতকারে রাজনীতি থেকে চলচ্চিত্র নানা জগৎ নিয়ে কথা বলেন রণবীর (Ranbir Kapoor)। অভিনেতা জানান তিনি খুব বেশি চিন্তা করেন না রাজনীতি নিয়ে। ভবিষতে রাজনীতি আসবেন কিনা সে নিয়েও কিছু ভাবেননি, তবে আপাতত তিনি আসতে চান না। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা বলার দক্ষতা, তাঁর ব্যবহার, তাঁর আঙ্গিক, রণবীরকে আকর্ষণ করে। অভিনেতার কথায়, ৪ থেকে ৫ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠকে দেখা হয়েছিল।  যেখানে অভিনেতা এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।  প্রধানমন্ত্রীর কথার মধ্যে এমনই এক বিষয় রয়েছে যা সবার উপর ছাপ ফেলে। রণবীর সেই মিটিংয়ে মোদির প্রবেশের মুহূর্তটিরও উল্লেখ করেন। তিনি জানান, সেই মুহূর্তের মধ্যে যে একটা চৌম্বকীয় আকর্ষণ ছিল। রণবীর আরও জানান মোদি মিটিংয়ে উপস্থিত সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। তিনি রণবীরের বাবার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী মোদির ব্যবহারের সঙ্গে সিনে দুনিয়ায় বলিউড বাদশা শাহরুখ খানের কিছুটা মিল রয়েছে বলেও জানান রণবীর

Sweta Chakrabory | 16:22 PM, Tue Jul 30, 2024

upload
upload

Kalki 2898 AD: গ্লোবাল বক্সঅফিসে নতুন মাইলফলক ছুঁলো 'কল্কি ২৮৯৮ এডি' 

নিউজ ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলস্টোন ছুঁয়েছে প্রভাসের ছবি 'কল্কি ২৮৯৮ এডি'৷ দুটো ফ্লপ সিনেমার পর এবার নতুন অধ্যায় লিখতে চলেছেন দক্ষিণী তারকা প্রভাস৷ ইতিমধ্যেই তাঁর অভিনীত কল্কি বক্সঅফিসে (Box Office Collection) যে বিজয় রথ দৌড় করাচ্ছেন তা থামানো মুশকিল পঞ্চম সপ্তাহতেও৷ হিসেব বলছে, গ্লোবাল বক্সঅফিসে 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD) ছুঁল নতুন রেকর্ড৷ এখনও পর্যন্ত কল্কির ঝুলিতে এসেছে ১ হাজার ১০০ কোটি টাকা৷ ফলে সিনেমার এই সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজক-নির্মাতা সহ অনুরাগীরাও৷ 

নাগ অশ্বিন পরিচালিত এই ছবি ২৮ দিন ধরে টানা প্রেক্ষাগৃহে রাজত্ব করে চলেছে৷ এ নিয়ে প্রযোজনা সংস্থা বৈজন্তিমুভিসের তরফে বৃহস্পতিবার নতুন একটি পোস্টার সামনে আনা হয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, "বক্সঅফিসে অসাধারণ সাফল্য প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কির৷ ১১০০ কোটি টাকা পার৷ পঞ্চম সপ্তাহেও দারুণ হচ্ছে ছবির কালেকশন৷" 'কল্কি'র সাফল্য ভারতীয় সিনেমার জন্য গৌরবের৷ 

২৭ জুন দেশজুড়ে মুক্তি পায় 'কল্কি' (Kalki 2898 AD)৷ এমনকী, বিদেশের মাটিতেও এই ছবি দেখে মুগ্ধ হন অনুরাগীরা৷ প্রথমদিনেই ছবির ঘরে আসে ৯৫.৩ কোটি টাকা৷ কোনও প্রতিযোগিতা ছাড়াই বক্সঅফিস দখল করে নিতে সক্ষম হয় মাইথোলজিক্যাল এই ছবি৷ সোমবারের তুলনায় মঙ্গলবার এই ছবির আয় বেড়েছে একটু বেশি ৷ আর ২০ কোটি টাকা আয় হলেই শাহরুখ খানের 'জওয়ান'-এর রেকর্ড ভেঙে ফেলবেন প্রভাস৷ নাগ অশ্বিনের মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়কে৷ তেলুগু ছাড়া 'কল্কি ২৮৯৮ এডি' মুক্তি পেয়েছে তামিল, মালয়লম, কন্নড়, হিন্দি ও ইংরাজি ভাষায়৷

উল্লেখ্য, ৬০০ কোটি টাকা বাজেট ছিল এই ছবির৷ তবে প্রযোজকের এই সিদ্ধান্তে চিন্তিত ছিলেন অভিনেতা প্রভাস৷ কারণ এর আগে আদিপুরুষ ও রাধেশ্যাম বিগ বাজেটের দুটি ছবি অসফল থাকে বক্সঅফিসে৷ ফলে এই ছবি কতটা দর্শকরা গ্রহণ করবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন অভিনেতা৷ তবে ছবি (Kalki 2898 AD) মুক্তির পর সাফল্যের ঢেউ ওঠে বক্সঅফিসে৷ মনে করা হচ্ছে, তেলেগু এবং অন্যান্য ভাষায় কম প্রতিযোগিতার কারণে ছবিটি ভারত এবং বিদেশ উভয় বক্স অফিসেই সফলতা পাচ্ছে।

Sweta Chakrabory | 11:24 AM, Fri Jul 26, 2024

Kalki 2898 AD: 'কল্কি' সিনেমা আসছে ওটিটি প্ল্যাটফর্মে, কবে অনলাইনে মুক্তি জানেন?

নিউজ ডেস্ক: নাগ অশ্বিন পরিচালিত, বৈজয়ন্তী মুভিজ দ্বারা প্রযোজিত এবং অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘কল্কি’ (Kalki 2898 AD) রুপালি পর্দায় মুক্তি পেয়েছিল গত ২৭ জুন। ইতিমধ্যে এই সিনেমা ১০০০ কোটির বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে। এই সিনেমাকে ঘিরে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে।

এই সিনেমাকে ঘিরে মুক্তির আগে থেকেই দর্শক মহলে ব্যাপক আগ্রহ ছিল। মুক্তির দিনেই ‘কল্কি’ (Kalki 2898 AD) ১১৪ কোটি টাকা আয় করেছে। এরপর প্রথম সপ্তাহে, প্রভাস অভিনীত ছবিটি ৪৯৪.৫ কোটি আয় করতে সক্ষম হয়েছিল। ঠিক তারপর দ্বিতীয় সপ্তাহেই ১৫১.৭৫ কোটি এবং তৃতীয় সপ্তাহে ৬৬.০৫ কোটি টাকা আয় করেছে। আবার মুক্তির চতুর্থ সপ্তাহের রবিবার ২১ জুলাইতেও বক্স অফিসে ব্যাপক বাজিমাত করেছে। ২৫ দিনের মাথায় মোট ৭৩২.৮ কোটি টাকার ব্যবসা করেছে। তবে আয়ের সিংহ ভাগ টাকা অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা রাজ্যে উপার্জন করেছে। এই দুটি রাজ্যে মোট আয়ের পরিমাণ ২৭০.৫ কোটি টাকা। যদিও সূত্রে জানা গিয়েছিল সিনেমার বাজেট ছিল ৬০০ কোটি টাকা।

সিনেমা নির্মাতার অবশ্য দাবি, এখনও পর্যন্ত ১০০০ কোটির বেশি আয় হয়েছে। ‘কল্কি’র (Kalki 2898 AD) অটিটি প্ল্যাটফর্মে (OTT release) মুক্তির বিবরণ সম্পর্কিত তথ্য ডেকান ক্রনিকল দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রাইম ভিডিও ইন্ডিয়া এই সিনেমাকে তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় সম্প্রচার করবে। তবে নেটফ্লিক্স ইন্ডিয়ায় হিন্দি সংস্করণটিও দ্রুত প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। তবে বলিউড সংস্করণটি বিলম্বিত হতে পারে। ১৫ অগাস্টে প্রাইম ভিডিও ইন্ডিয়াতে স্ট্রিমিং শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে।

Sweta Chakrabory | 09:25 AM, Thu Jul 25, 2024

Kalki 2898 AD: জওয়ানের ঘাড়ে নিঃশ্বাস! বক্স অফিসে আয়ের নতুন রেকর্ড গড়ছে কল্কি 

নিউজ ডেস্ক: গত ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)। ছবিটি মুক্তির ২৩ দিন পার হয়েছে। এর মধ্যেই আয়ের নতুন রেকর্ড গড়েছে ‘কল্কি’। বক্স অফিস সূত্রগুলো জানিয়েছে, ২৩ দিনে সিনেমাটি ভারত থেকে ৬০০কোটি টাকার বেশি আয় করেছে।

‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) ছবিটি বক্স অফিসে ৯৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে কেবল তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি টাকা আয় করেছে। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি ৪১৪ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। মুক্তির তৃতীয় শুক্রবারেই, বিশ্বজুড়ে এই কল্পবিজ্ঞান ঘরানার ছবি ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে, জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্ট রমেশ ভাল্লা। গত বছর এই মাইলস্টোন পার করেছিল দুটি ছবি, শাহরুখ অভিনীত 'জওয়ান' ও 'পাঠান'। প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজের তরফে ভৈরব, কর্ণ ওরফে প্রভাসের তরফে এই বার্তা শেয়ার করে নেওয়া হয়। ইতিমধ্যেই, রণবীর কপূরের 'অ্যানিম্যাল'কে টপকে সর্বোচ্চ আয় করা প্রথম ৫ ছবির তালিকায় প্রবেশ করেছে 'কল্কি ২৮৯৮ এডি'। এর আগে চারটি ছবি হল বাহুবলী ২, কেজিএফ চ্যাপ্টার ২, আরআরআর এবং জওয়ান।

‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়, দিশা পাটানি প্রমুখ। ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকার সালমান, বিজয় দেবেরাকোন্ডা, এস এস রাজামৌলি ও রাম গোপাল ভার্মাকে অতিথি চরিত্রে দেখা গিয়েছে।

Sweta Chakrabory | 16:49 PM, Sat Jul 20, 2024

Bollywood New Movie: কিংয়ের খলনায়কের পরিচয় ফাঁস করলেন বিগ বি


নিউজ ডেস্ক: সিনেপ্রেমীদের জন্য বড় খবর। এবার শাহরুখ খান অভিনীত আসন্ন ছবি কিং-এ খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের ছেলে সম্পর্কে এই বড় আপডেট দিলেন বিগ বি (Amitabh Bachchan)। এদিনের পোস্টে অমিতাভ বচ্চন জানালেন, শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে আগামী ছবিতে দেখা যাবে জুনিয়র বচ্চনকে। 

বলিউড তারকা অমিতাভ বচ্চন সম্প্রতি জানিয়েছেন যে তাঁর ছেলে, অভিষেক বচ্চনের পরবর্তী প্রজেক্ট শাহরুখ খানের সঙ্গে। তাঁদের একসঙ্গে নতুন ছবি 'কিং'-এ দেখা যাবে। যদিও এই ছবি সম্পর্কে কোনওরকম কোনও ঘোষণাই এখনও আনুষ্ঠানিকভাবে করা হয়নি। এদিন পোস্টে একটি স্ক্রিনশট শেয়ার করে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) লেখেন যে, ''কিং' ছবির কাস্টিংয়ে যোগ দেবেন অভিষেক। আরও বড় খবর, সেখানে খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেককে। শুভেচ্ছা অভিষেক... সময় এসে গিয়েছে!!!'' অর্থাৎ এবার মুখোমুখি শাহরুখ ও অভিষেক।

আসন্ন সিনেমা কিং একটি আদ্যোপান্ত অ্যাকশনে ঠাসা ছবি (Bollywood New Movie) হতে চলেছে। আগেই জানা গিয়েছিল, ছবিটির পরিচালনা করবেন কাহানি ছবির পরিচালক সুজয় ঘোষ। অন্যদিকে ছবিটির প্রযোজনা করবেন পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর এবার জানা গেল এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সূত্রের খবর, এই ছবিতে অভিনয় করবেন শাহরুখ কন্যা সুহানা খানও। বড়পর্দায় এই ছবির মাধ্যমে অভিষেক হতে চলেছে তাঁর। সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে বিশেষভাবে চরিত্রটি নির্মান করা হয়েছে। এই ছবিতে গোয়েন্দার ভূমিকায় থাকছেন সুহানা। অন্যদিকে একজন মাফিয়ার চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

একের পর এক ওয়েব সিরিজ আর ছবিতে অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন অভিষেক বচ্চন। নিজেকে চরিত্রের খাতিরে বারবার ভেঙেছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের গুজবে কান না দিয়ে আবারও নতুন চরিত্রের পথে এগিয়ে গিয়েছেন অভিষেক। এর আগে একসঙ্গে শাহরুখ খান ও অভিষেক বচ্চন 'কভি অলভিদা না কহেনা' ও 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে কাজ করেছেন। তবে এবার 'কিং' ছবির (Bollywood New Movie) খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।

Sweta Chakrabory | 13:17 PM, Wed Jul 17, 2024

upload