Saturday, December 21, 2024

Logo
Loading...
upload

বলিউড

Shahid-Kareena: ফিরল 'জব উই মেট' -এর স্মৃতি, দীর্ঘদিন পরে এক ফ্রেমে শাহিদ-করিনা

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ছিল 'ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল'-এর বার্ষিক অনুষ্ঠানে হয়েছিল একাধিক তারকা সমাগম। হবে নাই বা কেন! এই স্কুলেই তো পড়ে অভিষেক ঐশ্বর্য্যের কন্যা আরাধ্যা বচ্চন থেকে শুরু করে শাহরুখ পুত্র আব্রাম, করিনা কপূরের দুই সন্তান ও অন্যান্য় অনেক তারকা পুত্র-কন্যারা। আর ছেলে মেয়েদের অনুষ্ঠান দেখতেই এই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সবাই। আর সেই ভিড়ে নজর এড়াল না প্রাক্তন এক যুগলও। পাশাপাশি না দাঁড়ালেও, এই ফ্রেমে ধরা গেল করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও শাহিদ কপূরকে। 

তাঁদের একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল 'জব উই মেট' (Jab We Met) ছবিতে। কিন্তু শোনা যায়, এই ছবির শ্যুটিং চলাকালীন বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপরে আর কখনও একসঙ্গে কাজ করেননি শাহিদ ও করিনা। বর্তমানে তাঁদের দুজনেরই সংসার রয়েছে। করিনা দুই সন্তানের মা। শাহিদও দুই সন্তানের বাবা। সইফ আলি খানের সঙ্গে সুখের সংসার করিনার। অন্যদিকে শাহিদও সুখী মীরা রাজপুতের সঙ্গে। তবে এখনও কি তাঁরা ভুলতে পারেননি একে অপরকে। অবশ্য এই প্রথমবার নয়, এর আগেও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তবে সবসময়েই করিনা এড়িয়ে গিয়েছেন শাহিদকে। কথা বলেননি তাঁর সঙ্গে। এই স্কুলের অনুষ্ঠানেও দেখা গেল একই ছবি।


Sweta Chakrabory | 13:05 PM, Fri Dec 20, 2024

Jaya Bacchan: বাবাসাহেবের অসম্মান সহ্য করবে না ভারত : জয়া বচ্চন

নিউজ ডেস্ক: বাবাসাহেবের অসম্মান সহ্য করবে না ভারত। বিজেপি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করে এই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়া বচ্চন বলেছেন, বাবাসাহেবের অসম্মান সহ্য করবে না ভারত।

জয়া বচ্চন আরও বলেছেন, "আমাদের দেশের যে সমস্ত নেতারা আমাদের স্বাধীনতা এবং সংবিধান দিয়েছেন, তাঁদের পিছনে ঠেলে দেওয়া হয়েছে। ভীম রাও আম্বেদকর পিছিয়ে পড়া শ্রেণীর রক্ষক। তিনি ছিলেন সমগ্র দেশের, সংবিধানের রক্ষক।"

Sweta Chakrabory | 13:30 PM, Thu Dec 19, 2024

Allu arjun: মৃতার পরিবার যেভাবে চাইবে আমি সাহায্য করব, জানালেন আল্লু অর্জুন

নিউজ ডেস্ক: সিনেমার মতোই পরতে পরতে চমক। বাড়ি থেকে গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ও পরে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার পুলিশের হাতে গ্রেফতার হন আল্লু অর্জুন। তারপরে শুক্রবার দিনভর নানা ঘটনার সম্মুখীন হচ্ছিলেন ‘পুষ্পা ২: দ্য রুল’ খ্যাত অভিনেতা আল্লু। শুক্রবার তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেলেও জেলমুক্তি হয়নি আল্লুর।

কারণ হাইকোর্টের নির্দেশ হাতে পাননি চঞ্চলগুড়া জেল কর্তৃপক্ষ। তাই জেলেই রাত কাটাতে হয়েছে অভিনেতাকে। শনিবার সকালে জেল থেকে বেরিয়ে সোজা জুবিলি হিলসের বাড়িতে যান আল্লু। সেখান থেকে বাড়ি গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পরে ফের বাসভবনেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আল্লু অর্জুন বলেন, ‘মৃতার পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। আমরা খুবই দুঃখিত। তাঁরা যেভাবে চাইবে আমি সেই ভাবেই সাহায্য করব। আমি সেদিন প্রেক্ষাগৃহের ভিতরে পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখছিলাম। দুর্ঘটনাটি ঘটে হলের বাইরে। আমার সঙ্গে কোনওভাবেই এই দুর্ঘটনার সম্পর্ক নেই। ওই প্রেক্ষাগৃহে বিগত ২০ বছর ধরে আমি যাই। কোনওদিন এই ধরনের দুর্ঘটনা ঘটেনি। এর থেকে বেশি কিছু আমি বলব না, কারণ মামলাটি এখনও বিচরাধীন।’

Sweta Chakrabory | 16:52 PM, Sat Dec 14, 2024

Allu arjun: জেলে রাত কাটিয়ে বাড়ি ফিরলেন আল্লু; চাইলেন ক্ষমা, সাহায্যেরও আশ্বাস

নিউজ ডেস্ক: জেলেই রাত কাটল তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের। শুক্রবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তেলেঙ্গানার নিম্ন আদালত। পরে হাইকোর্ট ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে জেল থেকে ছাড়া হয়নি অভিনেতাকে। তাঁকে রাখা হয়েছিল হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। শনিবার সকালে সেখান থেকে বেরিয়ে বাড়ি গিয়েছেন আল্লু। জেল থেকে বেরিয়ে সোজা হায়দরাবাদের জুবলি হিলসের বাড়িতে পৌঁছে যান আল্লু।

অভিনেতা আল্লু অর্জুন বলেছেন, "এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ছিল, আমি পরিবারের জন্য তাঁদের সম্ভাব্য সব উপায়ে সমর্থন করব।" আল্লু আরও বলেছেন, "আমি এত ভালবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার সমস্ত অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই। চিন্তার কিছু নেই। আমি ভালো আছি। আমি একজন আইন মান্যকারী নাগরিক এবং সহযোগিতা করব। আমি আবারও আমার সমবেদনা জানাতে চাই। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ছিল, যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত।"

শনিবার সকালে চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় আল্লুকে। তাঁকে বাড়িতে নিয়ে যেতে এসেছিলেন তাঁর বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। তাঁদের সঙ্গে জুবিলি হিল্‌সের বাড়িতে ফিরে গিয়েছেন অভিনেতা। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর আল্লু অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবি মুক্তি পেয়েছে। তার আগে ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদে ওই ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপলক্ষে গিয়েছিলেন আল্লু স্বয়ং। তাঁকে দেখতে প্রচুর মানুষ সেখানে ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।

Sweta Chakrabory | 11:08 AM, Sat Dec 14, 2024

Pushpa 2:  প্রথম সপ্তাহেই গোটা বিশ্বে ৮০০ কোটি পার পুষ্পা ২-র

নিউজ ডেস্ক: অতিমারী জর্জরিত ভারতীয় বক্স অফিসকে টেনে তুলেছিল পুষ্পা-দ্য় রাইজ। আর সেই ছবির সিকুয়েলে এখন আক্রান্ত গোটা দেশ। সুকুমার পরিচালিত পুষ্পা ২ দ্য রুল ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনেি ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল। রবিবার পর্যন্ত ছবির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা! মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে  পুষ্পা ২: দ্য রুল'। প্রথম দিন সবচেয়ে বেশি টাকা আয় করা ভারতীয় ছবির তকমা আগেই লেগেছে আল্লুর ছবির পাশে।

Sacnilk.com-এর রিপোর্ট অনুসারে পুষ্পা ২ গত ৪ঠা ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি টাকা আয় করেছিল। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি টাকা এবং শনিবার ১১৯.২৫ কোটি টাকা আয়ে করেছিল। রবিবার, চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি টাকা আয় করেছে এই ছবি। যার জেরে প্রথম সপ্তাহান্তে পুষ্পা ২-এর কালেকশন পৌঁছে গেল ৫২৯.৫০ কোটি টাকায়। শনিবারের চেয়েও রবিবার বেড়েছে পুষ্পা ২-এর আয়।

Sweta Chakrabory | 11:40 AM, Mon Dec 09, 2024

Puspa 2: আল্লুর পুষ্পা ২-এ কাবু দর্শক, ২দিনে বক্স অফিসে ছবির আয় কত হল? 

নিউজ ডেস্ক:  আল্লু অর্জুন-অভিনীত পুষ্পা ২ বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অ্যাকশন সিক্যুয়েল রেকর্ড ভেঙে সর্বকালের সবচেয়ে বড় ওপেনার হিসেবে আবির্ভূত হয়েছে। এই ছবি প্রেক্ষাগৃহে প্রথম দিনে ১৬৫ কোটির ব্যবসা করেছে। অন্যদিকে বুধবার তেলেগু ভাষাতে ১০.১ কোটি আয় করেছে এই ছবি। সব মিলিয়ে ১৭৫ কোটি আয় প্রথম দিনেই।

দ্বিতীয় দিনে পুষ্পা ২-এর বক্স অফিস কালেকশন-

Sacnilk.com হিসাবে, পুষ্পা ২ শুক্রবার ভারতে ৯০.১০ কোটি টাকা আয় করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রথম দিনে প্রাপ্ত ১৭৪.৯ কোটি টাকার সঙ্গে যোগ করলে, এই অঙ্ক এখন দাঁড়িয়েছে ২৬৫ কোটি টাকা। ছবিটির সংগ্রহ প্রথম দিনের থেকে কিছুটা হ্রাস পেয়েছে ঠিকই, তবে দেখার সপ্তাহান্তে এটি কী রূপ নেয়।

এই পাহাড় প্রমাণ আয়ের এর জন্য অবশ্য কিছু কৃতিত্ব টিকিটের  মূল্যবৃদ্ধির। আল্লু অর্জুন ছবিটির টিকিটের মূল্য বৃদ্ধি অনুমোদনের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং এটিকে ‘প্রগতিশীল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন। এর জন্য সোমবার সন্ধ্যায় অর্জুন তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, ‘অন্ধ্রপ্রদেশ সরকারকে ছবির টিকিটের মূল্যবৃদ্ধিকে সমর্থন করার জন্য ধন্যবাদ। তেলুগু ছবির উন্নতিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।’


Sweta Chakrabory | 12:01 PM, Sat Dec 07, 2024

upload
upload

Puspa 2: 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে হুড়োহুড়ি; পদপিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার, আহত শিশু

নিউজ ডেস্ক: অবশেষে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত বহু প্রতিক্ষিত ছবি 'পুষ্পা ২ দ্য রুল। রিলিজের ঠিক আগের দিন অর্থাৎ বুধবার হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে বসেছিল ছবির প্রিমিয়ার। এই প্রিমিয়ারে হাজির ছিলেন খোদ আল্লু অর্জুন। প্রিয় তারকাকে চোখের সামনে দেখতে পেয়ে চড়তে থাকে উন্মাদনার পারদ।

ভিড় সামলানো কার্যত কঠিন হয়ে দাঁড়ায়। আর এই ভিড়ের মধ্যেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছে ওই মহিলার শিশু। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। পুলিশ জানিয়েছে, ভিড়ের কারণে ভেঙে পড়ে থিয়েটার হলের গেট। উত্তেজিত জনতাকে সামলাতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

Sweta Chakrabory | 10:31 AM, Thu Dec 05, 2024

Hema malini on bangladesh issue: বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক, প্রতিক্রিয়া হেমা মালিনীর

নিউজ ডেস্ক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, তাঁদের বাড়ি ভাঙচুর প্রসঙ্গে হেমা মালিনী বলেছেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বুধবার সংসদ ভবন চত্বরে বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে হেমা মালিনী বলেছেন, "পরিস্থিতি খারাপ ও উদ্বেগজনক, আমি আমাদের সরকারকে ব্যবস্থা নিতে এবং আমাদের ইস্কন ভক্তদের, আমাদের হিন্দু ভাইদের নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করেছি। এটা বিদেশনীতির বিষয় নয়, এটা আমাদের অনুভূতির বিষয়, এটা কৃষ্ণভক্তদের বিষয়।"

Sweta Chakrabory | 18:01 PM, Wed Dec 04, 2024

The Sabarmati Report: এনডিএ জোটের সাংসদদের নিয়ে ‘দ্য সবরমতি রিপোর্ট’ দেখলেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক: বিক্রান্ত মৈসী অভিনীত ‘দ্য সবরমতি রিপোর্ট’ (The Sabarmati Report) সিনেমা দেখেলেন প্রধান নরেন্দ্র মোদি (Prime Minister Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Modi) সোমবার বিকাল ৪টায় সংসদ কমপ্লেক্সের লাইব্রেরিতে ‘দ্য সবরমতি রিপোর্ট’ দেখেছেন।

এই সিনেমার মূল বিষয় হল, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি, যেদিন গুজরাটের গোধরা স্টেশনে সবরমতি এক্সপ্রেস ট্রেনের মধ্যে ৫৯ জন শিশু, মহিলা এবং পুরুষদের নৃশংস ভাবে পুড়িয়ে মেরেছিল মুসলিম দুষ্কৃতীরা। পরিকল্পনা করে ষড়যন্ত্র করে যে করা হয়েছিল, সেই সময়ে মূল ধারার সংবাদমাধ্যম তুলে ধরেনি। তাই সংবাদ মাধ্যমের ভূমিকা এবং সত্যকে চাপা দেওয়া বিষয়ের বিরুদ্ধে নির্মাণ করা হয়েছে সিনেমায়। এদিন মোদির সঙ্গে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা সহ আরও কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের আরও অনেক নেতারা। এই সিনেমার প্রযোজক হলেন একতা কাপুর, পরিচালক ধীরাজ সারনা এবং মুখ্য চরিত্রে রয়েছেন বিক্রান্ত মৈসী, ঋদ্ধি ডোগরা।

২০০২ সালের গোধরা স্টেশনে সবরমতি ট্রেনে আগুন লাগিয়ে করসেবকদের পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনার উপর নির্মিত এই সিনেমার প্রশংসা গত মাসেই করেছিলেন প্রধানমন্ত্রী। মিথ্যাচার, অসত্য কথন এবং বিভ্রান্তির গুজবের বিরুদ্ধে সত্য প্রকাশিত হবে বলে মন্তব্য করেছিলেন তিনি। একই ভাবে সিনেমার পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের ভালো কাজ বলে মূল্যায়ন করেছিলেন।

Sweta Chakrabory | 16:24 PM, Tue Dec 03, 2024

Filmfare OTT: ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস-এ সেরা অভিনেতার খেতাব দিলজিতের, সেরা অভিনেত্রী করিনা

নিউজ ডেস্ক: রবিবারসীয় সন্ধেয় বহুপ্রতীক্ষিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে পুরস্কৃত (Filmfare OTT Awards 2024 full list) করিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, মণীষা কৈরালা, অনন্যা পাণ্ডে, সঞ্জয় লীলা বনশালি-সহ আরও অনেকে। তিনটে ক্যাটাগরি অনুযায়ী পুরস্কার দেওয়া হল। ১৬টি পুরস্কার বাগিয়ে বাজিমাত হীরামণ্ডির। ঠিক তার পরেই রয়েছে গানস অ্যান্ড গুলাবস। এই সিরিজের ঝুলিতে ১২টি পুরস্কার। ওটিটি অরিজিনালস ‘জানে জান’-এর জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন করিনা কাপুর। অমর সিং চমকিলার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন দিলজিৎ দোসাঞ্ঝ।

ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস ২০২৪ এর বিজয়ীর তালিকা:


সেরা সিরিজ: দ্য রেলওয়ে মেন।

সেরা পরিচালক: সমীর সাক্সেনা এবং অমিত গোলানি (কালা পানি)

সেরা অভিনেতা, সিরিজ, কমেডি: রাজকুমার রাও (গান্স অ্যান্ড গুলাবস)

সেরা অভিনেতা সিরিজ, ড্রামা: গগন দেব রিয়ার (স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি)

সেরা অভিনেত্রী, সিরিজ, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লাক)

সেরা অভিনেত্রী, সিরিজ, ড্রামা: মনীষা কৈরালা (হীরামান্ডি)

সেরা সহঅভিনেতা, সিরিজ, কমেডি: ফয়সল মালিক (পঞ্চায়েত সিজন ৩)

সেরা সহঅভিনেতা, সিরিজ, ড্রামা: আর মাধবন ( দ্য রেলওয়ে মেন)

সেরা সহঅভিনেত্রী, সিরিজ, কমেডি: নিধি বিস্ত (মামলা লিগ্যাল হ্যায়)

সেরা সহঅভিনেত্রী, সিরিজ, ড্রামা: মোনা সিং (মেড ইন হেভেন ২)

সেরা গল্প, সিরিজ: বিশ্বপতি সরকার (কালা পানি)

সেরা কমেডি, সিরিজ: মামলা লিগ্যাল হ্যায়।

সেরা নন ফিকশন সিরিজ: দ্য হান্ট ফর ভিরাপ্পন

সেরা ডায়লগ, সিরিজ: সুমিত আরোরা (গান্স অ্যান্ড গুলাবস)

সেরা ছবি: অমর সিং চমকিলা


সেরা পরিচালক, ছবি: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)

সেরা অভিনেতা, ছবি: দিলজিৎ দোসাঁঝ (অমর সিং চমকিলা)

সেরা অভিনেত্রী, ছবি: করিনা কাপুর খান (জানে জান)

সেরা সহঅভিনেতা, ছবি: জয়দীপ আহলাওয়াট (মহারাজ)

সেরা সহঅভিনেত্রী, ছবি: ওয়ামিকা গাব্বি ( খুফিয়া)

সেরা ডায়লগ, ছবি: ইমতিয়াজ আলি এবং সাজিদ আলি (অমর সিং চমকিলা)

সেরা ডেবিউ অভিনেতা: বেদাং রায়না

সেরা মিউজিক অ্যালবাম, ছবি: এ আর রহমান (অমর সিং চমকিলা)

সেরা সিরিজ ক্রিটিক: গান্স অ্যান্ড গুলাবস

আরও পড়ুন: স্প্যানিশে কথা বলে স্থানীয় টিভি চ্যানেলে লীলাবালি গাইলেন যুবক! ‘এরাই তো বাংলার দূত’, প্রশংসা নেটপাড়ার

সেরা পরিচালক ক্রিটিক: মুম্বই ডায়েরিজ ২

সেরা অভিনেতা, সিরিজ ক্রিটিক: কে কে মেনন (মুম্বই মেরি জান)

সেরা অভিনেত্রী, সিরিজ ক্রিটিক: হুমা কুরেশি (মহারানী ৩)

সেরা ছবি ক্রিটিক: জানে জান

সেরা অভিনেতা, ছবি, ক্রিটিক: জয়দীপ আহলাওয়াট


সেরা অভিনেত্রী, ছবি, ক্রিটিক: অনন্যা পান্ডে

Sweta Chakrabory | 13:43 PM, Mon Dec 02, 2024

upload