নিউজ ডেস্ক: বছরের শেষেই বড় ঘোষণা। প্রকাশ্যে এল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ সিনেমার অফিশিয়াল পোস্টার। যাতে রণংদেহি মেজাজে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নেপথ্যে গেরুয়া বসনধারী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কপালে তাঁর লাল তিলক। পোস্টারে আরও দেখা যাচ্ছে, পড়ন্ত বিকেলের আলোয় এক বিরাট জাহাজ ভাসছে উত্তাল সমুদ্রে। জাহাজ যে ব্রিটিশ সরকারের তা স্পষ্ট তার মাস্তুলে উড়তে থাকা ইউনিয়ন জ্যাক পতাকা থেকে। এছাড়াও দেখা মিলেছে ‘দেবী চৌধুরাণীর দলের দস্যুদের। দঙ্গল বেঁধে ধুলো উড়িয়ে এগিয়ে আসছে তাঁরা। গত বছর থেকে এই ছবি মুক্তি নিয়ে ছড়িয়েছিল নানা জল্পনা। তবে চুপ ছিলেন নির্মাতারা। এবার বুধবার সাড়ম্বরে ঘোষণা হল ছবির মুক্তির তারিখ। আগামী বছর অর্থাৎ ২০২৫-এর ১মে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’কে নিয়ে সিনেমা আগেও হয়েছে। দৌর্দণ্ড্যপ্রতাপ ডাকাত রানীর চরিত্রে সুমিত্রা দেবী, সুচিত্রা সেনের মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন, এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পালা। এমন চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের। তাতে কোনও খামতি রাখেননি শ্রাবন্তী। ঘোড়সওয়ারের তালিমও নিয়েছেন। আবার শিখেছেন যুদ্ধকলা। তার প্রতিফলন নতুন এই পোস্টারে দেখা গেল।