নিউজ ডেস্ক: ইমন চক্রবর্তী, বরাবরই তাঁর গান অনুরাগীদের মন জয় করে এসেছে। সে সিনেমায় হোক, কিংবা কনসার্ট, ইমন মানেই সকলের কাছে এক বাড়তি পাওনা। ইতিমধ্যেই জাতীয় পুরস্কার উঠে এসেছে তাঁর হাতে। এবার অস্কার দৌড়ে বাংলা গানকে পৌছে দিলেন ইমন চক্রবর্তী। বাংলা গানের কাছে এই পর্যায় সম্মান অর্জন এই প্রথম। মঙ্গলবার সকালেই সুখবর পেলেন তিনি। শুভেচ্ছা বার্তায় ভরছে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা।
গানের নাম ‘ইতি মা’। এই প্রথম কোনও বাংলা গান অস্কারে গেল। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বাংলার শিল্পী মহলে। আগামী বছর মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। শেষ মুহূর্তে চলছে তারই প্রস্তুতি। বিশ্বের ৮৯টি গান ও ১৪৬টি আবহ সংগীতকে বাছা হয়েছে। সেখানেই ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে তালিকায়। বাংলার গায়িকার সঙ্গে এই তালিকায় নাম রয়েছে লেডি গাগা, জন এলটন, মিলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকার।