নিউজ ডেস্ক: আল্লু অর্জুন-অভিনীত পুষ্পা ২ বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অ্যাকশন সিক্যুয়েল রেকর্ড ভেঙে সর্বকালের সবচেয়ে বড় ওপেনার হিসেবে আবির্ভূত হয়েছে। এই ছবি প্রেক্ষাগৃহে প্রথম দিনে ১৬৫ কোটির ব্যবসা করেছে। অন্যদিকে বুধবার তেলেগু ভাষাতে ১০.১ কোটি আয় করেছে এই ছবি। সব মিলিয়ে ১৭৫ কোটি আয় প্রথম দিনেই।
দ্বিতীয় দিনে পুষ্পা ২-এর বক্স অফিস কালেকশন-
Sacnilk.com হিসাবে, পুষ্পা ২ শুক্রবার ভারতে ৯০.১০ কোটি টাকা আয় করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রথম দিনে প্রাপ্ত ১৭৪.৯ কোটি টাকার সঙ্গে যোগ করলে, এই অঙ্ক এখন দাঁড়িয়েছে ২৬৫ কোটি টাকা। ছবিটির সংগ্রহ প্রথম দিনের থেকে কিছুটা হ্রাস পেয়েছে ঠিকই, তবে দেখার সপ্তাহান্তে এটি কী রূপ নেয়।
এই পাহাড় প্রমাণ আয়ের এর জন্য অবশ্য কিছু কৃতিত্ব টিকিটের মূল্যবৃদ্ধির। আল্লু অর্জুন ছবিটির টিকিটের মূল্য বৃদ্ধি অনুমোদনের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং এটিকে ‘প্রগতিশীল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন। এর জন্য সোমবার সন্ধ্যায় অর্জুন তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, ‘অন্ধ্রপ্রদেশ সরকারকে ছবির টিকিটের মূল্যবৃদ্ধিকে সমর্থন করার জন্য ধন্যবাদ। তেলুগু ছবির উন্নতিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।’