Saturday, July 27, 2024

Logo
Loading...
google-add
Kolkata Weather Report

Kolkata Weather Report : আবারও দুর্যোগের আশঙ্কা বঙ্গে, শীতের বাধা কি কাটবে? 

Editor | 11:42 AM, Tue Nov 28, 2023

আবারও দুর্যোগের আশঙ্কা বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। ২৯ নভেম্বরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ১ ডিসেম্বর তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। গভীর নিম্নচাপে পরিণত হলে তার গতিপথ স্পষ্ট হবে। বাংলায় তার প্রভাব পড়বে কিনা তা জানা যাবে দু'দিনের মধ্যে। আর আন্দামান সাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তার নাম হবে ‘মিগজাউম’। সেই নামকরণ করেছে মায়ানমার।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। অবশ্য রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। পারদ ২০ ডিগ্রির উপরে উঠবে। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রির উপরে উঠবে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত চলতি সপ্তাহে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের পূর্বাভাস, সাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাবে বঙ্গে শীতের আগমন বিঘ্নিত হবে। গত কয়েকদিন ধরে কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গে শিরশিরানি কিছুটা কমেছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূলের অদূরেই এই নিম্নচাপ ঘনীভূত হলেও তাতে বৃষ্টি হবে না রাজ্যে। তবে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add