Saturday, July 27, 2024

Logo
Loading...
google-add

Remembering Pulwama: গান গেয়ে পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা শিলিগুড়ির একদল যুবকযুবতীর

Editor | 17:22 PM, Wed Feb 14, 2024

নিউজ ডেস্ক:  পেরিয়েছে চার বছর এখনও টাটকা পুলওয়ামার ক্ষত । ২০১৯ সালের এই দিনটিতেই আতঙ্কবাদীদের হামলায় প্রাণহারিয়েছিলেন ৪০ জন জওয়ান (Pulwama Attack Anniversary)কেঁপে উঠেছিল দেশের মাটি । সেই দিনের গভীর ক্ষত আজও দেশবাসী মনে বয়ে নিয়ে বেরাচ্ছে । যেখানে সারা বিশ্ব আজ সরস্বতী পুজো উদযাপনে ব্যস্ত, সেখানে শিলিগুড়িতে দেখা গেল অন্যছবি। বুধবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন পড়ুয়া থেকে যুবকরা। এদিন সকালে বাঘাযতীন পার্কে শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও গিভ লাইফ সোসাইটি তরফে শ্রদ্ধা জানানো হয় শহিদদের । শুধু তাই নয়, দেশত্মবোধক গান গেয়ে পড়ুয়ারা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান । পালন করা হয় নীরবতা। এছাড়াও মোমবাতি জ্বালিয়ে, হাতে কালো ব্যান্ড পরে উপস্থিত বৃদ্ধ এবং কচিকাঁচাদের হাতে গোলাপ ফুল ও কিছু অন্যান্য ফুলের চারা তুলে দেওয়া হয় । ব্যস্ত শহরের মাঝে পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানাতে এগিয়ে আসে সাধারণ মানুষও । সোসাইটির সম্পাদক ঋত্বিক ভট্টাচার্য্য জানান, প্রতিবারই তারা বড় করেই এই দিনটিকে পালন করেন গান গেয়ে শহিদদের শ্রদ্ধা জানান ৷ এবারও তাই করা হচ্ছে । এদিন তারা পুলিশ থেকে শুরু করে অনেককেই গাছের চারা তুলে দিয়েছে এবং হাতে কালো ব্যান্ড পরিয়ে দিয়েছে । পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে গান গেয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে শহীদদের । পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে আগামীকাল । সবমিলিয়ে এই দিনটি কোনওদিনই ভুলবেন না তারা।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

টুকরো খবর

google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add