Thursday, September 19, 2024

Logo
Loading...
google-add

Har Ghar Tiranga Campaign: 'হর ঘর তিরঙ্গা' প্রচারাভিযানকে গণ আন্দোলনে পরিণত করার আহ্বান মোদির


Sweta Chakrabory | 16:42 PM, Fri Aug 09, 2024

নিউজ ডেস্ক: সামনেই ১৫ অগাস্ট। আর দেশের ৭৭তম স্বাধীনতা দিবসের ছদিন আগেই এবার নিজের মাইক্রোব্লগিং সাইটে ডিপি বদলে তেরঙ্গার ছবি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। একইসঙ্গে দেশের নাগরিকদের তৃতীয় বারের মত 'হর ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga Campaign) প্রচারাভিযানকে গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী বলেছেন, ''সামনেই স্বাধীনতা দিবস। আসুন আমরা আবার 'হর ঘর তিরাঙ্গা'কে একটি স্মরণীয় গণআন্দোলনে পরিণত করি। আমি আমার প্রোফাইল ছবি পরিবর্তন করেছি এবং আমি চাই আপনারাও সকলে এই একই ভাবে প্রোফাইল ছবি পরিবর্তন করে তেরঙ্গা উদযাপনে আমার সঙ্গে যোগ দিন।'' বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসাবে আগামী ৯ থেকে ১৫ অগাষ্ট তৃতীয় বারের মত উদযাপিত হবে 'হর ঘর তিরঙ্গা'। একইসঙ্গে তিনি এদিন দেশের সকল মন্ত্রী ও নাগরিকদের তাদের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করে তার সঙ্গে একটি সেলফি তুলে এইচজিটি পোর্টালে (HGT portal)আপলোড করার আহ্বান জানান। 

এই প্রচারের অন্যতম আকর্ষণ হল সংসদ ও সদস্যদের একটি বিশেষ 'তিরঙ্গা বাইক র‍্যালি', যেটি ১৩ অগাস্ট দিল্লিতে অনুষ্ঠিত হবে। র‌্যালিটি ভারত মণ্ডপম, প্রগতি ময়দান থেকে শুরু হয়ে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম অব্দি গিয়ে শেষ হবে। এ নিয়ে মন্ত্রী গজেন্দ্র সিং বলেন, ২০২২ সালে আজাদি কা অমৃত মহোৎসবের পৃষ্ঠপোষকতায় চালু হওয়া 'হর ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga Campaign) প্রচারাভিযান একটি গণ আন্দোলনে পরিণত হয়েছিল, যা সারা দেশে সমাজের বিভিন্ন অংশ কর্তৃক গৃহীত হয়েছে। ২০২২ সালে ২৩ কোটিরও বেশি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এবং ৬ কোটি মানুষ harghartiranga.com পতাকার সঙ্গে সেলফি আপলোড করেছিলেন। ২০২৩ সালে এইচজিটি ক্যাম্পেইনের আওতায় ১০ কোটিরও বেশি সেলফি আপলোড করা হয়েছিল।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add
google-add

রাজ্য

google-add
google-add