নিউজ ডেস্ক: শীতের শুরুতে ফের ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি আক্রান্ত ২৯ জন রোগী ভর্তি রয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের সিসিইউতি ভর্তি করা হয়েছে বলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, ডেঙ্গি আক্রান্ত মৃত দুজনের মধ্যে সুতির একজন সরাসরি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন। অন্যজনকে সাগরপাড়া থেকে স্থানান্তরিত করা হয়েছিল।
শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অমিত কুমার দাঁ বলেন, ‘‘এদিন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছেন। তার মধ্যে তিনজনকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।” উল্লেখ্য, দু’দিন আগেই ২৪ ঘণ্টায় দু’জন ডেঙ্গি আক্রান্তের এবং একজন ম্যালেরিয়া আক্রান্তের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হওয়ায় হইচই শুরু হয়েছে।
প্রসঙ্গত, মশা বাহিত রোগে যাদের নিয়ে সবথেকে চিন্তায় থাকেন পরিবারের সদস্যরা, তারা হলো শিশুরা। ছোট ছোট শিশু যারা বারান্দায়, বাগানে অথবা ছাদে খেলে বেড়ায় তাদের মশার হাত থেকে রক্ষা করা ভীষণ কষ্টকর হয়ে যায়। এমতাবস্থায় আপনাকে এমন একটি গাছের কথা বলব যে গাছটি আপনার বাড়িতে থাকলে আপনার বাড়িতে হবে না মশার উৎপাত। মারুয়া গাছের কথা হয়তো আপনি শুনে থাকবেন। এই মারুয়া গাছ হল পুদিনা পরিবারের একটি উদ্ভিদ। এর গন্ধ এতটাই শক্তিশালী, যেখানে এই গাছ থাকে সেখানে মশা তো দূরের কথা কোনও পোকামাকড়ও থাকতে পারে না। আপনি যদি বাড়ির বাগানে অথবা বারান্দায় এই গাছ লাগাতে পারেন তাহলে আপনার বাড়িতে মশার উপদ্রব কমে যাবে অনেকটাই।