Arjun singh: পদ্মেই প্রত্যাবর্তন অর্জুনের
জল্পনার অবসান। তৃণমূল ছেড়ে ফের বিজেপিতেই ফিরছেন ব্যারাকপুরের সংসদ। ইঙ্গিত মিলেছিল আগেই। অবশেষে সেই জল্পনায় নিজেই সিলমোহর দিলেন অর্জুন সিং। বিজেপিতেই যোগ দিচ্ছেন জানালেন ঘোষণা অর্জুন সিং। বৃহস্পতিবার অর্জুন ভাটপাড়ার দলীয় কার্যালয় থেকে ঘোষণা করেন, “আজ (বৃহস্পতিবার) রাতেই বেসরকারি বিমানে দিল্লি যাচ্ছি। আগামীকাল(শুক্রবার) দিল্লীতেই বিজেপিতে যোগ দিচ্ছি। শুক্রবার রাতে নাহলে শনিবার সকালে ফিরে আসব।”
নৈহাটি থেকেই প্রচার শুরু করব জানালেন অর্জুন। বৃহস্পতিবার অর্জুন সিং জানান, “আমার সঙ্গে আরও এক বড় নেতা যোগ দেবেন বিজেপিতে। তার পর আমরা ফিরে আসব। নৈহাটিতে পুজো দেব। এর পর প্রচার শুরু হয়ে যাবে”
প্রসঙ্গত, লোকসভা ভোটে প্রার্থী টিকিট না মেলার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং। তবে তৃণমূল ছেড়ে দেওয়ার পর তিনি বিজেপিতে যাবেন তা খোলসা করেননি আগে। তবে তাঁর অফিস থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি ছড়িয়ে নরেন্দ্র মোদীর ছবি আসতেই শুরু হয়েছিল জল্পনা। এরপর বৃহস্পতিবার অর্জুন নিজেই জানিয়েছেন, তিনি বিজেপিতে যাচ্ছেন। তবে কি এবার ব্যারাকপুরে পার্থ ভৌমিকের প্রতিদ্বন্দ্বী হয়েই লড়বেন অর্জুন সিং? তুঙ্গে জল্পনা।