Tuesday, September 17, 2024

Logo
Loading...
google-add

RG Kar Incident: আগামী ৯ সেপ্টেম্বর আরজি কর মামলায় সুপ্রিম-শুনানি! তাকিয়ে গোটা রাজ্য


Sweta Chakrabory | 11:47 AM, Fri Sep 06, 2024

নিউজ ডেস্ক: ঠিক এক মাস আগে ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (RG Kar Incident) ভেতরে তরুনী চিকিৎসকের মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়। সেই মৃত্যুর ঘটনার ঠিক একমাস পূর্ণ হওয়ার দিনেই এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। আসলে বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে যাওয়ার খবর আসে বুধবার সন্ধ্যায়। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থতার কারে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কোর্টে আসছেন না। তারপরই আসে এই শুনানি পিছিয়ে যাওয়ার খবর। এরপর জল্পনা চলছিল, কবে সুপ্রিম কোর্ট এই মামলার শুনানির পরবর্তী তারিখ দিতে পারে, তা নিয়ে। আর ৫ সেপ্টেম্বরের সন্ধ্যা গড়াতেই জানা গিয়েছে, আগামী সোমবার ৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

গত এক মাসে গোটা রাজ্য তোলপাড় হচ্ছে এই নৃশংস ঘটনাকে সামনে রেখে। প্রতিবাদে ছয়লাপ শহর। দাবি একটাই, দোষীদের শাস্তি। ডাক্তার থেকে আইনজীবী, সকলেই পথে নেমেছেন। লালবাজার অভিযান থেকে নবান্ন অভিযান, এমন জোরাল প্রতিবাদ বাংলা শেষ কবে দেখেছে কেউ মনে করতে পারছে না। ৯ তারিখ একাধিক কর্মসূচির ডাক দিয়েছে নানা সংগঠন। রাত ৯টা বেজে ৯ মিনিটে ৯ মিনিটের জন্যই পথঅবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। আর সেদিনই হবে ঘটনার শুনানি।

সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে শুনানি পিছিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি সামনে আসতেই হতাশা ছড়িয়ে পড়ে আন্দোলনকারী এবং প্রতিবাদকারীদের মধ্যে। কারণ দীর্ঘ ৯ অগাস্ট থেকে এই আন্দোলন চলছে। বিক্ষোভ, অবরোধ, নবান্ন অভিযান, লালবাজার অভিযান, রাত দখলের কর্মসূচি, মানব বন্ধন সব কিছুই সম্পন্ন হয়েছে আরজি কর ইস্যুকে কেন্দ্র করে। চলছে একাধিক কর্মসূচিও। সবাই তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে। তার মধ্যে নির্ধারিত দিন পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশ হন প্রতিবাদীরা। যদিও, আন্দোলকারী চিকিৎসকরা (RG Kar Incident) একইসঙ্গে জানিয়ে দেন, তাঁরা নিজেদের অবস্থানেই অনঢ় রয়েছেন। তাঁদের কথায়, সুপ্রিম কোর্টে যত মামলা পিছবে, মিছিল তত এগোবে। কোনও অবস্থাতেই আর মিছিল ও বিক্ষোভ থামবে না। যতক্ষণ পর্যন্ত না তাঁদের দাবিগুলি মানা হবে তখন পর্যন্ত মিছিল এগিয়ে যাবে।

এদিকে শিক্ষক দিবসের দিনও শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে (RG Kar Incident) সামিল হলেন শিক্ষক থেকে পড়ুয়ারা। বৃহস্পতিবার, ফের পথে নামে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-পড়ুয়া থেকে প্রাক্তনীরা। একইসঙ্গে সুবিচারের দাবিতে পথে নামে ইএসআই হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরা। মানিকতলা ইএসআই হাসপাতাল থেকে মিছিল শুরু হয়। এরপর সেই মিছিল কাঁকুড়গাছি মোড় হয়ে, উল্টোডাঙা মোড়ে যাওয়ার পর মানববন্ধন করেন প্রতিবাদী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। সকলের একটাই দাবি তিলোত্তমার খুনের সুবিচার ও দোষীদের শাস্তি।

google-add
google-add
google-add

ভিডিয়ো

আপডেট

google-add

রাজ্য

google-add
google-add

দেশের খবর

google-add
google-add