Tuesday, April 23, 2024

Logo
Loading...
google-add

South Dinajpur News: বিয়ের ২৪ দিনের মাথায় উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ

Editor | 18:18 PM, Sat Feb 24, 2024

নিউজ ডেস্ক: বিয়ের ২৪ দিনের মাথায় উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ।ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়।ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।জানা গেছে মৃত যুবকের নাম পার্থ সুত্রধর (২৯)।বাড়ি ওই এলাকাতেই।পেশায় ছিলেন কাঠমিস্ত্রি।স্থানীয় ও পরিবার সূত্রে খবর চলতি বছরের ৩১শে জানুয়ারি গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর এলাকায় বিয়ে হয় ওই যুবকের।পরিবারের লোকেদের দাবি বিয়ের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক।এরই মাঝে গত কয়েক দিন আগে বাপের বাড়িতে ঘুরতে যান গৃহবধূ।এবং বাড়িতে একাই ছিলেন যুবক।প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায় যুবক।শনিবার ঘুম থেকে উঠতে দেরি হলে ডাকাডাকি শুরু করেন পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরেও দরজা না খুলে সন্দেহ হয় পরিবারের।এরপরেই দরজা ভেঙে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।ঘটনার খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়।পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই যুবককে।এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারসহ এলাকা জুড়ে। এ বিষয়ে মৃতের এক প্রতিবেশী জানান।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add