নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের বহরমপুরের গান্ধী কলোনিতে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অপরাজিতা মণ্ডল (২৫)। বুধবার সকালে নিজের বাড়িতেই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, মৃতার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। ওই বধূর পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলছে।