নিউজ ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল তেলেঙ্গানা। বুধবার সকালে অনুভূত হওয়া এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। মৃদু কম্পন অনুভূত হয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ এবং এলুড়ু জেলাতেও। ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে এক্সে (সাবেক টুইটার) জানানো হয়েছে, বুধবার সকাল ৭.২৭ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল তেলেঙ্গানার মুলুগু জেলায় ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে। হায়দরাবাদ, খামাম্মাম, মহাবুবাবাদ, নলগণ্ডা, ওয়ারাঙ্গল, হনুমাকণ্ডা, রঙ্গরেড্ডি-সহ তেলেঙ্গানার একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।