নিউজ ডেস্ক: শোভাবাজারের ফুটপাথে সাত মাসের শিশুকে যৌন নিগ্রহ করা ভবঘুরে গ্রেফতার হল। বুধবার রাতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে তাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। হাঁটার ধরণ ধরিয়ে দিল অপরাধীকে।
ঘটনার কথা প্রকাশ্যে আসার পর বড়তলা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে। দেখা যায়, ভবঘুরে একজনকে চিহ্নিত করা হয়। যে একটু পা টেনে টেনে হাঁটত। তার ছবি রাজ্যের সমস্ত থানায় পাঠানো হয়। জানানো হয় কুকীর্তির কথা।জেলায়-জেলায় শুরু হয় খোঁজ।
পুলিশ সূত্রে খবর অভিযুক্তর নাম রাজীব ঘোষ ওরফে গোবরা। বয়স ৩৪ বছর। কলকাতায় কুকীর্তি ঘটিয়ে গোপীবল্লভবপুরের এক হোটেলে বাসন ধোওয়ামোছার চাকরি নিয়েছিল। অবশেষে গোপীবল্লভবপুর থানা থেকে খবর আসে। দিন কয়েক আগে পায়ে খুঁত আছে এমন একজন একটি হোটেলে চাকরি নিয়েছে। যৌন নিগ্রহের তারিখের সঙ্গে তার কাজে যোগ দেওয়ার তারিখেও সামঞ্জস্য আছে।
ছবি পাঠানো হয়। দেখা যায়, কলকাতার অভিযুক্তই সেখানে আশ্রয় নিয়েছে। এর পর অভিযান চালিয়ে রাজীবকে গ্রেফতার করা হয়।