নিউজ ডেস্ক: মঙ্গলবার গভীর রাতে রীতিমতো ফিল্মি কায়দায় তিন দুর্ধর্ষ ব্যাংক ডাকাতকে গ্রেফতার করল রামনগর থানার পুলিশ। পুলিশ পৌঁছেছে টের পেতেই সমবায় ব্যাঙ্কের দোতলা ছাদ থেকে ডাকাতরা একে একে লাফ দিয়ে নীচে দাঁড়িয়ে থাকা মারুতি গাড়িতে করে পালানোর চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি।
পুলিশ পিছু ধাওয়া করে গাড়িটির। মারুতি ভ্যানের পেছনে ধাক্কা মারে পুলিশ ভ্যানটি। ডাকাতদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইটপোস্টে ধাক্কা মারে। গাড়ি থেকে তিন ডাকাতকে ধরে ফেলে পুলিশ। হাতে থাকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে চার ডাকাত চম্পট দেয়।
ডাকাত দলের মূল দুই পান্ডা পশ্চিম মেদিনীপুরের জঙ্গল এলাকার বাসিন্দা ইকবাল হোসেন সাহা ও নুরুদ্দিন মল্লিক গাড়ির ধাক্কায় অল্প জখম হওয়ায় ঘটনাস্থলেই পুলিশের জালে ধরা পড়ে। আরও এক ডাকাত এহসান মল্লিককে গ্রামবাসীদের সাহায্যে ধরে ফেলে পুলিশ। ধৃতদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন ম্যাপ, আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের তালা কাটার সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।