নিউজ ডেস্ক: সন্দেশখালি কাণ্ডে সরব গোটা বাংলার একাধিক এলাকা। সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ও শেখ শাহজানের গ্রেফতারের দাবীতে এবার পথে নামলো মহিলা সমিতি। শনিবার বর্ধমানের কার্জনগেট চত্বরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয়। বর্ধমান স্টেশনে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সহ পূর্ব বর্ধমান জেলা কমেটির সদস্যারা জমায়েত হন। তারপর তারা মিছিল করে কার্জনগেট চত্বরে হাজির হয়ে বিক্ষোভে সামিল হন। কার্যত কার্জনগেট চত্বরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় মহিলা সমিতির সদস্যারা।
তবে দুপুর থেকে কড়াকড়ি ছিল পুলিশ প্রশাসনের। কোট কম্পাউণ্ডের দিকে রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। রাজ্য মহিলা সমিতির নেত্রী অঞ্জু কর বলেন, আমরা অবিলম্বে চাই দোষী তৃণমূল নেতারা গ্রেফতার হোক। তাদের শাস্তি দাবি করেন তিনি।
পাশাপাশি সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে বালুরঘাটে মৌন মিছিল করল এবিভিপি। শনিবার সকালে বালুরঘাট বিজেপি মোড় এলাকার থেকে মৌন মিছিল করে এবিভিপি সদস্যরা গোটা বালুরঘাট প্রদক্ষিণ করেন। এরপর বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে এই মিছিলটি শেষ হয়। সন্দেশখালি কাণ্ডের অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে এই মৌন মিছিল করা হয় বলে জানা গেছে।
অন্যদিকে, সন্দেশখালি কান্ডে আইএসএফের কর্মসূচি ঘিরে পুলিশের তৎপরতা তুঙ্গে । বাঁশের ব্যারিকেড করে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ । আই এস এফ এর উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তাপস ব্যানার্জীর নেতৃত্বে হাজার খানেক আইএসএফ কর্মী সমর্থকদের নিয়ে টাউন হল থেকে মিছিল করে এসে এসপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এবং চারজনের একটি প্রতিনিধিদল এসপি অফিসের দপ্তরে ডেপুটেশন জমা দেবেন । তাদের দাবী সন্দেশখালি কাণ্ডের যারা মূল অভিযুক্ত শেখ শাহাজাহান শিবু হাজরা সহ যেসব অভিযুক্তরা আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে । সন্দেশখালি কাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি করে শনিবার আইএসএফ কর্মী সমর্থকরা মিছিল করে এসে এস টি অফিসে ডেপুটেশন জমা দেন ।