নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ ব্রাউন সুগার–সহ এক যুবককে আটক করেছে খড়িবাড়ি থানা পুলিশ। ধৃত অভিযুক্তের নাম খগেন রাই। তিনি খড়িবাড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খড়িবাড়ি থানার পুলিশ বুধবার গভীর রাতে ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কির গৌর সিং এস্টেট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহের ভিত্তিতে এক যুবককে আটক করে।
ওই যুবককে তল্লাশি করে তার কাছ থেকে ১০১ গ্রাম ব্রাউন সুগার ও ১২ বোতল কাশির সিরাপ উদ্ধার করা হয়। এরপরই এনডিপিএস আইনে ওই যুবককে গ্রেফতার করা হয়। খড়িবাড়ি থানার পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।