নিউজ ডেস্ক: আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে এল বদল। সময় বদলানোর নির্দেশিকা দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। আগামী ২৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেই সঙ্গেই সেমিস্টার টু-এর পরীক্ষাও শুরু হবে। একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা সেমিস্টার ২-এর পরীক্ষা দেবে। সেই পরীক্ষার সময় বদলে দেওয়া হল। দুপুর ৩টে থেকে সেই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেই সময় বদলে দুপুর ২টো করে দেওয়া হয়েছে। পরীক্ষা চলবে বিকেল ৪টে পর্যন্ত।
নির্দেশিকা জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (Higher Secondary) তরফে বলা হয়েছে, একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শুরু হবে দুপুর ২টো থেকে। শেষ হবে বিকেল ৪টে। তবে ভিস্যুয়াল আর্ট, মিউজিক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষা শুরু হবে দুপুর ২টো, শেষ হবে ৩টে ১৫ মিনিটে। সংশ্লিষ্ট পরিবর্তনের কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে সংসদের তরফে। পাশাপাশি আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।
প্রথমার্ধে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও দ্বিতীয়ার্ধে সেমিস্টার ২-এর পরীক্ষা। দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত উচ্চ মাধ্যমিক চলবে। সংসদের তরফ থেকে আরও জানানো হয়েছে যে গান ও ভিজুয়াল আর্টের পরীক্ষা হবে দুপুর ২ টো থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত। চলতি বছরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেশ কিছু বদল আনা হয়েছে। চলতি বছর থেকেই সেই পরিবর্তিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। একাদশ শ্রেণিতে হবে দুটি সেমেস্টার ও দ্বাদশ শ্রেণিতে হবে দুটি সেমেস্টার। দু বছরে মোট চারবার পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের।
উল্লেখ্য, পরীক্ষার সময় ১ ঘণ্টা এগিয়ে আনার জন্য শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল সংসদে। সেই আবেদনে সাড়া দিয়েই এমন বদল করা হল। এই মর্মে ইতিমধ্যেই প্রতিটি স্কুলে চিঠি দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।