নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাতে কালনা-শান্তিপুর ফেরিঘাটে লোহার ভেসেল থেকে ইট বোঝাই ট্রাক ভাগীরথী নদীতে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনার পর থেকে বন্ধ ছিল ফেরি পরিষেবা। তবে শুক্রবার সকালেও ফেরিঘাটে পরিষেবা চালু হয়নি। ফলে দুর্ভোগে সাধারণ যাত্রীরা। কালনা ও শান্তিপুর, উভয় দিকে পারাপারের অপেক্ষায় যাত্রীরা। ফেরিঘাটে পরিষেবা কখন শুরু হবে, আদৌ শুরু হবে কিনা, তা জানানো হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।