Monday, March 04, 2024

Logo
Loading...
google-add

Weather Update: শীতের বিদায়ের লগ্নে কতটা নামবে উষ্ণতার পারদ? রইল বৃষ্টির পূর্বাভাসও

Editor | 11:27 AM, Sat Feb 10, 2024

নিউজ ডেস্ক : একেবারে শেষ লগ্নে এসেও শীত তার দাপট দেখিয়েচলেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে। সোমবার থেকেই ফের একবার আবহাওয়ায় বদল আসবে। নতুন করে বাড়বে পারদ। সরস্বতী পুজোর আগেই ঠান্ডা উধাও হয়ে উষ্ণতা বাড়তে পারে। তবে আগামী বুধবার সরস্বতী পুজোর দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ। শনিবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ কোথাও বা মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পুরুলিয়া , বাঁকুড়া, ও পশ্চিম বর্ধমানে। সরস্বতী পুজোর দিন ও আগামী বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ডের বৃষ্টির প্রভাব পড়তে পারে বাংলায়। কলকাতায় তাপমাত্রা আরও কমে এখন ১৫ ডিগ্রির নীচে। আরও ২৪ ঘণ্টা থাকবে শীতের আমেজ। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে এখন পারদ। সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলেও পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। সরস্বতী পুজোয় ফের ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের দাপট বেশ জোরালো। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। খুব উঁচু এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। শীতের মাঝেই বৃষ্টিতে বিরাম নেই উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

দেশান্তর

google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add