Saturday, July 27, 2024

Logo
Loading...
google-add

Dev: জল্পনার অবসান! কোথা থেকে ভোটে দাঁড়াবেন দেব-জানালেন নিজেই

Editor | 15:04 PM, Mon Feb 12, 2024

নিউজ ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার ইতি টানলেন নিজেই। আবারও ঘাটাল থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবেন দেব। 'ঘাটাল থেকেই দাঁড়াচ্ছি', নিজেই জানালেন দেব। বললেন, 'আমি দশ বছর ধরে চেষ্টা করেছি, আমার জন্য যেন দলের নাম না খারাপ হয়। যদি ছেড়ে চলে যায়, তাহলেও চাইনি দলের নাম খারাপ হোক'। তিনি কি আদৌ রাজনীতিতে আর থাকবেন, ভোটে দাঁড়াবেন? এই প্রশ্নে কম জলঘোলা হয়নি। তবে দেব নিজেই তাঁর অবস্থান স্পষ্ট করলেন। রবিবার তাঁর সিনেমা প্রধানের সাকসেস পার্টিতে দেব জানান, ঘাটাল নিয়ে তার স্বপ্ন আছে। তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কথা হয়েছে দাবি করে দেব জানান, তিনি চিরকালই রাজনীতি করতে চান। সব কিছু ঠিক থাকলে ঘাটাল থেকে আবার তিনিই প্রার্থী হতে চলেছেন। প্রসঙ্গত, ঘাটালের এই প্রকল্প শুরু হয়েছিল ১৯৫৯ সালে। এবং এই প্রকল্পের শিলান্যাস হয় ১৯৮২ সালে। কিন্তু সেটা ২০২১ সালে এসেও বাস্তবায়ন হয়নি। মাঝে অনেক ডিপিআর জমা, ফাইল লেনদেন চলে। প্রথমে ঠিক হয় এই প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার ৭৫ শতাংশ এবং রাজ্য দেবে বাকি ২৫ শতাংশ। পরে সেটি বদলে ঠিক হয় কেন্দ্র ও রাজ্য উভয়ই ৫০ শতাংশ করে টাকা দেবে। কিন্তু ঘাটালের মানুষ এখনও এই প্রকল্পের কাজই দেখতে পাননি। এ প্রসঙ্গে রবিবার,তারকা-সাংসদ বলেন, “১০ বছর কেন্দ্রীয় সরকারকে বিশ্বাস করে কিচ্ছু পাইনি। এ বার আমি রাজ্য সরকারকে বিশ্বাস করতে চাই। দিদি ও অভিষেক আমাকে যে কথা দিয়েছেন, আশা করছি ২০২৪ সালে জিতে আমরা ঘাটালের মানুষের জন্য করতে পারব। জীবনে কাউকে তো বিশ্বাস করতে হবে।” এখন এটাই দেখার নির্বাচন অন্যতম ইস্যু হয়ে ওঠা ঘাটাল মাস্টার প্ল্যান আদেও বাস্তবায়ন হয় কিনা।

google-add
google-add
google-add

ভিডিয়ো

সর্বশেষ সংবাদ

google-add

টুকরো খবর

google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add