নিউজ ডেস্ক: ফের হাসপাতালে তাণ্ডব চলল। রোগী মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরও চালানো হয়েছে। নষ্ট করে দেওয়া হয়েছে প্রচুর ওষুধ-ইনজেকশন। আহত হয়েছেন তিনজন নার্স। শনিবার হাসপাতালে রয়েছে থমথমে পরিবেশ। বসানো হয়েছে পুলিশ পিকেট। বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ঠাকুরপুকুর থেকে হৃদরোগে আক্রান্ত একজন রোগীকে নিয়ে আসা হয়।
চিকিৎসা শুরু হলেও রোগীকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। রাত ন’টা নাগাদ ডেথ সার্টফিকেট দেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় রোগীর পরিবারের। অভিযোগ এই যে, প্রায় কয়েকশ দুষ্কৃতী রাত সাড়ে ১০টা নাগাদ প্রথমে ভিজিটিং গেটে ভাঙচুর চালায়। পরে জরুরি বিভাগে ঢুকে ঘণ্টাখানেক ধরে তাণ্ডব চালায় তারা। সেই ঘটনার এমনই প্রভাব ছিল যে আতঙ্কে বেড ছেড়ে পালিয়ে যান অন্যান্য রোগী এবং রোগী পরিবারের সদস্যরা। হামলা থেকে বাঁচতে পুরুষদের অবজার্ভেশন ওয়ার্ডে ঢুকে যান বেশ কিছু মহিলা। একজন নার্সকে বাথরুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে জামা ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তিনজন নার্সিং কর্মীর চিকিৎসা চলছে।
হাসপাতালের আতঙ্কিত চিকিৎসকদের কথায়, রোগীকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল। আমরা সব রকম চেষ্টা করেছি, কিন্তু ওরা কোনও কথা শুনতে চায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার বিশাল পুলিশ বাহিনী। কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর। সিসিটিভি খতিয়ে দেখে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।