Saturday, July 27, 2024

Logo
Loading...
google-add

Central Force Root March: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাকদ্বীপে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ

Editor | 12:16 PM, Wed Mar 06, 2024

এখন পর্যন্ত লোকসভা নির্বাচনের দিক্ষণ ঠিক হয়নি তার আগে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকার কেন্দ্রীয় বাহিনী টহল শুরু হয়ে গিয়েছে। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত পুকুর বেরিয়া, কামার চক সহ সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। সঙ্গে সুন্দরবন পুলিশ জেলার পুলিশদের তত্ত্বাবধানে বিভিন্ন স্পষ্ট কাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু করে দিয়েছে। সাধারণ মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়ে সাধারণ মানুষদের জিজ্ঞাসা করছে কোনরকম অশান্তি বা বিশৃঙ্খলা এই এলাকায় হচ্ছে কিনা। ভোটারদের প্রভাবিত করছে কিনা কোন রাজনৈতিক দলের নেতৃত্বরা সেটিও জিজ্ঞাসা করছে। এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীরা ভোটারদের আশ্চর্য করছে আপনার ভোট আপনি নিজেই দিতে পারবেন। ভোটধানে বাধা থাকবে না অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। সুন্দরবন পুলিশ জেলা বিভিন্ন স্পর্শকাতর বুথগুলিতে টহল দেয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেভাগে কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল শুরু করাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্থানীয়রা। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার আগেই এলাকাগুলিতে নজর কেন্দ্রীয় বাহিনীদের। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে বদ্ধপরিকট নির্বাচন কমিশন। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আগেভাগে বিভিন্ন এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

 

google-add
google-add
google-add

সাম্প্রতিক খবর

ভিডিয়ো

google-add

টুকরো খবর

google-add
google-add

স্বাস্থ্য

google-add
google-add