নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। শনিবার বেলডাঙার ঘটনা প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন, “বিষয়টি খুবই স্পর্শকাতর। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমি পুলিশ ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য পাচ্ছি। আমি নিজস্ব মূল্যায়ন করছি। আমার উপস্থিতি প্রয়োজন হলে, আমি সেখানে যাব। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়।”
পশ্চিমবঙ্গের রাজনীতি-সহ সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন, “বাংলা একটি মহান ভূমি। বাংলার মানুষ খুব সংস্কৃতিমনস্ক, কিন্তু রাজনীতি খারাপ। যেমন বলা হয়, রাজনীতিই এদেশের শেষ আশ্রয়স্থল। এখন আমি জানি এর মানে কী, তবে সেটা বদলাতে হবে। বাংলার জনগণ রাজনীতিতে এই ধরনের ঘটনা থাকতে দেবেন না। বাংলার রাজনীতিতে ক্যান্সারের মতো দু’টি দিক হল হিংসা ও দুর্নীতি। এই দু’টি জিনিস রাজনৈতিক কর্মের দ্বারা ধারণ করা হয়, কিন্তু এইগুলি এখন রাজনৈতিক পদক্ষেপ দ্বারা উৎসাহিত হয়। আমি কোনও বিশেষ রাজনৈতিক দলের জন্য কিছু দায়ী করছি না। এটা আমাদের সামনে সত্য যে, হিংসা ও দুর্নীতি বাড়ছে।”